দিন কয়েক আগে বেছে নিয়েছিলেন বর্ষসেরা টেস্ট একাদশ। রোহিত শর্মা বা বিরাট কোহলি তো বটেই, সে দলে এক জন অসি তারকাকেও না রেখে বিতর্কের সৃষ্টি করেছিলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।
এ বার তিনি বেছে নিলেন বর্ষসেরা টি২০ একাদশ। এবং এ বারও তাঁর তৈরি সেরা একাদশ নিয়ে তৈরি হল বিতর্ক। বর্ষসেরা দলে কোনও পাকিস্তানি তারকাকে রাখেননি হর্ষ। দলে পাঁচ ভারতীয় ঠাঁই পেলেও বাদ পড়েছেন ভারতের টি২০ অধিনায়ক।
কারা জায়গা পেলেন হর্ষের দলে? দেখে নেওয়া যাক বিতর্কিত সেই একাদশের সদস্যদের।
ট্র্রেভিস হেড: হর্ষের সেরা দলের ইনিংস শুরু করবেন বাঁহাতি অসি তারকা। টি২০ তো বটেই, সব ফর্ম্যাটের ক্রিকেটেই বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে হেডকে। আন্তর্জাতিক টি২০-তে তাঁর স্ট্রাইক রেট ১৬০.৪৯!
ফিল সল্ট: ইংল্যান্ডের উইকেটরক্ষককে দলের দ্বিতীয় ওপেনার হিসাবে বেছে নিয়েছেন হর্ষ। আন্তর্জাতিক টি২০-তে তিনটি শতরান রয়েছে সল্টের। বিধ্বংসী এই ইংরেজ ব্যাটারের স্ট্রাইক রেট ১৬৫-এরও বেশি।
সঞ্জু স্যামসন: হর্ষের দলের তিন নম্বরে নামবেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে অবশ্য ওপেনিং করেন সঞ্জু। এই ডানহাতি ব্যাটারেরও আন্তর্জাতিক টি২০-তে তিনটি শতরান রয়েছে। এই ফর্ম্যাটে সঞ্জুর স্ট্রাইক রেট ১৫৫-এর বেশি।
নিকোলাস পুরান: হর্ষের দলের তৃতীয় উইকেটরক্ষক। সেরা একাদশের চার নম্বরে বাঁহাতি ক্যারিবীয়কে রেখেছেন ভারতীয় ধারাভাষ্যকার। শতরান না থাকলেও আন্তর্জাতিক টি২০-তে পুরানের রয়েছে ১৩টি অর্ধশতরান। স্ট্রাইক রেট ১৩৬.৩৯।
হেনরিক ক্লাসেন: দলে আরও এক উইকেটরক্ষককে রেখেছেন হর্ষ। তিনি দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার হেনরিক ক্লাসেন। ৩৩ বছরের ক্লাসেনের স্ট্রাইক রেট প্রায় ১৪২। এই দলের পাঁচ নম্বরে নামবেন তিনি।
হার্দিক পাণ্ড্য: হর্ষের দলের দ্বিতীয় ভারতীয়। টি২০ ক্রিকেটে বছরটা ভালই গিয়েছে ভারতীয় এই অলরাউন্ডারের। ব্যাট হোক বা বল, দু’ভাবেই দলকে ভরসা দিতে পারেন তিনি। প্রায় ১৪২ স্ট্রাইক রেট থাকা হার্দিক বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৮৯টি উইকেট।
আন্দ্রে রাসেল: দলের সাত নম্বরে ৩৭ বছরের ক্যারিবীয় অলরাউন্ডারকে রেখেছেন হর্ষ। আন্তর্জাতিক টি২০-তে ১৬৪-এর উপর স্ট্রাইক রেট থাকা রাসেল বল হাতেও কার্যকর।
রশিদ খান: হর্ষের দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন আফগান লেগস্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট ৩ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ছয়। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় তাঁর বল বুঝতে ঠিক কতটা বেগ পেতে হয় বিপক্ষ ব্যাটারদের।
বরুণ চক্রবর্তী: রশিদকে সাহায্য করবেন ভারতের স্পিনার বরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে বরুণের বোলিং গড়ও ঈর্ষণীয়, মাত্র ৬.৭৯। ১৯ উইকেট নেওয়া ভারতীয় স্পিনারের সেরা বোলিং ৫/১৭।
আরশদীপ সিংহ: পেস বিভাগের দায়িত্ব ভারতীয়দের উপরেই রেখেছেন হর্ষ। বুমরাহকে সাহায্য করবেন বাঁহাতি আরশদীপ। ৬০টি আন্তর্জাতিক টি২০-তে ৯৫টি উইকেটি নিয়েছেন তিনি।
জসপ্রীত বুমরাহ: পেস বিভাগের দায়িত্ব বুমরাহের উপর দিয়েছেন হর্ষ। এই মুহূর্তে যে কোনও ফর্ম্যাটের বিশ্বসেরা যে কোনও দলে সুযোগ পাবেন তিনি। ওভারপ্রতি তিনিও ছয়ের সামান্য বেশি রান দিয়েছেন। যে কোনও বিপক্ষ ব্যাটারের কাছে বুমরাহ ত্রাসের অপর নাম।