Orhan Awatramani

সম্পর্কই নেই অভিনয়ের সঙ্গে, তবু তারকাখচিতই থাকেন একাধিক তারকা-কন্যার এই ‘বিশেষ বন্ধু’

ওরহান অবত্রমানি। বলিপাড়ায় ওরি নামেই বেশি পরিচিত তিনি। অধিকাংশ সময় তারকাদের ভিড়ে দেখা যায় তাঁকে। তাঁর আসল পরিচয় কী?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১২:২৯
Share:
০১ ২১

ওরহান অবত্রমানি। বলিপাড়ায় তিনি ওরি নামেই বেশি পরিচিত। অধিকাংশ সময় তারকাদের ভিড়ের মধ্যে দেখা যায় তাঁকে। অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন ওরহান। তাঁর আসল পরিচয় কী? কেনই বা তাঁকে নিয়ে এত মাতামাতি?

০২ ২১

সম্প্রতি ইনস্টাগ্রামে বলিউডের রথী-মহারথীদের সঙ্গে প্রায় দেখা যাচ্ছে নতুন মুখ। তাঁকে এখনও পর্যন্ত কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। পরিচালনা অথবা প্রযোজনার কাজের সঙ্গেও যুক্ত নন তিনি। পাপারাৎজিদের কাছে তাঁর পরিচয় নিয়ে প্রশ্নও উঠেছে।

Advertisement
০৩ ২১

বলিপাড়ার অনেকে মনে করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ওরহান। কোনও পার্টিতে বা বাইরে ঘুরতে গেলেও জাহ্নবীর সঙ্গে বেশির ভাগ সময় দেখা যাচ্ছে ওরহানকে।

০৪ ২১

কিন্তু অজয় দেবগন এবং কাজলের মেয়ে নায়সার সঙ্গেও নাম জড়িয়েছে ওরহানের। নায়সার সঙ্গেও নৈশভোজে যেতে দেখা গিয়েছে ওরহানকে।

০৫ ২১

চলতি বছরে হ্যালোউইন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওরহান। এই অনুষ্ঠানে উপস্থিত তারকাদের ভিড় দেখে চমকে গিয়েছেন পাপারাৎজিরা।

০৬ ২১

জাহ্নবী কপূর ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা, শাহরুখ-পুত্র আরিয়ান খান, সইফ-কন্যা সারা আলি খান। ছিলেন ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে, আহান শেট্টিও।

০৭ ২১

তারকা-সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে ওরহানের। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে বিদেশে ঘুরতেও যান তিনি।

০৮ ২১

সংবাদ সংস্থা সূত্রের খবর, ওরহান মুম্বইয়ের বাসিন্দা।

০৯ ২১

সেখানেই সমাজকর্মী হিসাবে কাজ করেন তিনি।

১০ ২১

অ্যানিমেশনের জন্য আলাদা ভাবে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

১১ ২১

সংবাদ সংস্থা সূত্রে খবর, স্নাতক স্তরের পড়াশোনা চলাকালীন সারা আলি খানের সঙ্গে আলাপ হয় ওরহানের। সেই ক্ষণিকের আলাপই গভীর বন্ধুত্বে গড়ায়।

১২ ২১

২০২০ সালে বড়দিন উপলক্ষে করিনা কপূর খান এবং সারা আলি খানের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন ওরহান।

১৩ ২১

বলিপাড়ার একাংশ জানান, নায়সার সঙ্গেও ভাল বন্ধুত্ব রয়েছে তাঁর।

১৪ ২১

লন্ডনে পার্টি করা থেকে শুরু করে চপারে ভ্রমণ— নায়সার সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁকে।

১৫ ২১

পোশাকের প্রতি আগ্রহও রয়েছে ওরহানের। দেশি, বিদেশি বহু নামী পোশাক প্রস্তুতকারক সংস্থার পোশাক পরতে দেখা যায় তাঁকে।

১৬ ২১

ইতিমধ্যে তাঁর অনুরাগী মহলও তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা দু’লক্ষের গণ্ডি পার করেছে।

১৭ ২১

অনুরাগীরা কেউ কেউ মনে করছেন, খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে ওরহানকে। সেই সূত্রেই হয়তো তারকাদের সঙ্গে মেলামেশা করতে দেখা যাচ্ছে তাঁকে।

১৮ ২১

অনেকে মনে করছেন, যিনি এত নামী ব্র্যান্ডের পোশাক পরেন, হয়তো মডেলিংজগতেই নেমে পড়তে পারেন তিনি।

১৯ ২১

তবে ওরহানের সঙ্গে যে শুধু বলিউড তারকাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তা নয়, কার্দাশিয়ান পরিবারের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর।

২০ ২১

সংবাদ সংস্থা সূত্রের খবর, কাইলি জেনারের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে ওরহানের।

২১ ২১

এমনকি, কাইলির স্বামী ট্রাভিস স্কটের সঙ্গেও একটি কনসার্টে দেখা যায় ওরহানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement