প্রতীকী চিত্র।
শেয়ার হোক বা মিউচুয়াল ফান্ড, আপনার ডিভিডেন্ড বাবদ আয় কিন্তু আপনার কর যোগ্য আয়ের সঙ্গে ধরা হবে। আর ১ এপ্রিল, ২০২০ থেকেই এ বাবদ কর আপনারই চোকানোর কথা। আর আপনার আয় ডিভিডেন্ড ধরেও যদি করযোগ্য না হয় তাহলে কিন্তু ফেরত পেতে পারেন কিছু টাকাও! অবাক হচ্ছেন? দেখে নেওয়া যাক কেন।
• গত আর্থিক বছর পর্যন্ত ডিভিডেন্ডের উপর আয়কর দেওয়ার দায় ছিল সংস্থার। তাই আপনি ছিলেন এ বাবদ আয়ের উপর কর ছাড়ের দলে।
• চলতি আর্থিক বছরের শুরুতেই আপনার বাত্সরিক আয় এ বাবদ পাঁচ হাজার ছাড়ালেই সূত্রে কাটা হত ১০ শতাংশ।
• কোভিডের সময় তা কমে হয়েছে ৭.৫%।
• সূত্রে কাটেনি বলে যে আপনি কর ছাড়ের আওতার বাইরে তা কিন্তু নয়।
• আপনি আয়করের আওতায় থাকলে, ১০০ টাকা ডিভিডেন্ড পেলেও তা আগাম করযোগ্য।
• তা না দিয়ে থাকলে ধারা ২৩৪ সি অনুযায়ী সরল হারে মাসিক ১% সুদ দিতে হবে আপনাকে।
• আপনার কর যদি ধারা ৪৪ এডি অনুযাযী আনুমানিক আয়ের উপর আগাম দেওয়ার দায় থাকে তাহলে অবশ্য আপনার দায় বাড়তে পারে।
• পাঁচ হাজারের উপর ডিফিডেন্ড পেয়েছেন, সূত্রে কর না কাটার জন্য প্রয়োজনীয় কাগজ দেননি? চিন্তা নেই রিটার্নে উল্লেখ করলে তা ফেরত পেয়ে যাবেন।