Dividend

মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড পেয়েছেন, আগাম আয়কর দিয়েছেন তো? না হলে সুদ এড়াতে এখনই দিন

আপনার আয় ডিভিডেন্ড ধরেও যদি করযোগ্য না হয় তাহলে কিন্তু ফেরত পেতে পারেন কিছু টাকাও! অবাক হচ্ছেন? দেখে নেওয়া যাক কেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৬:৫৫
Share:

প্রতীকী চিত্র।

শেয়ার হোক বা মিউচুয়াল ফান্ড, আপনার ডিভিডেন্ড বাবদ আয় কিন্তু আপনার কর যোগ্য আয়ের সঙ্গে ধরা হবে। আর ১ এপ্রিল, ২০২০ থেকেই এ বাবদ কর আপনারই চোকানোর কথা। আর আপনার আয় ডিভিডেন্ড ধরেও যদি করযোগ্য না হয় তাহলে কিন্তু ফেরত পেতে পারেন কিছু টাকাও! অবাক হচ্ছেন? দেখে নেওয়া যাক কেন।

Advertisement

• গত আর্থিক বছর পর্যন্ত ডিভিডেন্ডের উপর আয়কর দেওয়ার দায় ছিল সংস্থার। তাই আপনি ছিলেন এ বাবদ আয়ের উপর কর ছাড়ের দলে।

• চলতি আর্থিক বছরের শুরুতেই আপনার বাত্সরিক আয় এ বাবদ পাঁচ হাজার ছাড়ালেই সূত্রে কাটা হত ১০ শতাংশ।

Advertisement

• কোভিডের সময় তা কমে হয়েছে ৭.৫%।

• সূত্রে কাটেনি বলে যে আপনি কর ছাড়ের আওতার বাইরে তা কিন্তু নয়।

• আপনি আয়করের আওতায় থাকলে, ১০০ টাকা ডিভিডেন্ড পেলেও তা আগাম করযোগ্য।

• তা না দিয়ে থাকলে ধারা ২৩৪ সি অনুযায়ী সরল হারে মাসিক ১% সুদ দিতে হবে আপনাকে।

• আপনার কর যদি ধারা ৪৪ এডি অনুযাযী আনুমানিক আয়ের উপর আগাম দেওয়ার দায় থাকে তাহলে অবশ্য আপনার দায় বাড়তে পারে।

• পাঁচ হাজারের উপর ডিফিডেন্ড পেয়েছেন, সূত্রে কর না কাটার জন্য প্রয়োজনীয় কাগজ দেননি? চিন্তা নেই রিটার্নে উল্লেখ করলে তা ফেরত পেয়ে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement