গত মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পর কেন্দ্রকে একটি রিপোর্ট পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, ওই রিপোর্টে মূলত তিনটি বিষয়ে বিবেচনার জন্য কেন্দ্রকে বলেছিলেন তিনি।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতে আগামী ৮ মে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
অনেকেই মনে করেন, অমিতাভের কেরিয়ারের ‘লাকি চার্ম’ হলেন রাখি গুলজ়ার। অমিতাভের সঙ্গে মোট ১৩টি ছবিতে অভিনয় করেছেন রাখি। বলিপাড়া সূত্রে খবর, সেই ছবিগুলির মধ্যে মাত্র দু’টি ছবি বক্স অফিসে লাভ করতে পারেনি।
দিলীপ ঘোষের দিঘা সফর ঘিরে বিজেপির ঘরোয়া কোন্দল যখন প্রকাশ্য রাস্তায় চলছে, তখনই রিঙ্কু ‘সক্রিয়’ ভূমিকায় নজরে আসেন। তিনি নিজেই বিক্ষোভরত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান আত্মবিশ্বাসী ভঙ্গিতে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরের দিনই অমিতাভ একটি সংখ্যা পোস্ট করেছিলেন। তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনাও হয় বিস্তর।
তিন থেকে পাঁচ বছর বয়স অবধি হাঁটাচলার ধরন দেখেই বোঝা যেতে পারে শিশু অটিস্টিক কি না। সমীক্ষায় অটিজ়ম বোঝার কিছু লক্ষণ বললেন গবেষকেরা।
ক্রিকেট জীবনের মতোই ভারসাম্য রক্ষা করে চলে, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা ইত্যাদি শিক্ষা এখন তামাদি হয়ে গিয়েছে। এই সময়ের ক্রিকেট নির্মম! এই ক্রিকেটে রোম্যান্সের কোনও জায়গা নেই। এই ক্রিকেট নির্দয়।
পুরু, রঙিন কাগজের লম্বা ফালি, তাতে ব্যাঙ্কের নকশার জলছাপ, টাকার অঙ্ক লেখার বাক্সের নীচে স্বাক্ষরের জায়গা— লেনদেনের বিশ্বে আজ সে পুরাতন, বাতিলের দলে। এখন এসেছে বৈদ্যুতিন লেনদেন।
তাঁর কর্মময়তার সমগ্রের দিকে গোড়া থেকে ফিরে তাকালে মনে হয়, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আর তার নিসর্গ সম্ভবত সত্যজিতের শিল্পস্বভাবে তেমনই কোনও ‘স্পেস’ বা পরিসর তৈরি করে দিয়েছিল।
স্পেন এবং পর্তুগালে হঠাৎই দেশজোড়া বিদ্যুৎ বিপর্যয় হল; আংশিক ভাবে অন্ধকারে ডুবল ফ্রান্সও। ইউরোপের পাওয়ার গ্রিডের কোনও সমস্যার কারণেই বিপর্যয়, জানা গিয়েছে আপাতত।
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy