Animal

এ কোন রণবীর? ‘অ্যানিম্যাল’ ছবির জন্য ভোল বদলে অন্য রূপে অভিনেতা! ছবি এল প্রকাশ্যে

‘অ্যানিম্যাল’ ছবির জন্য রণবীর কপূর তাঁর চেহারায় বিপুল বদল এনেছেন রণবীর। সম্প্রতি রণবীরের বদলে যাওয়া রূপের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রশিক্ষক, শিভম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৮:২০
Share:

চকোলেট বয় থেকে অ্যাকশন হিরোর পথে যাত্রা শুরু। ছবি: সংগৃহীত।

১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে অভিনেতা রণবীর কপূরকে। হাতে কুড়ুল, রক্তমাখা মুখ, বড় চুল— ইতিমধ্যেই ছবির প্রচার ঝলক মন কেড়েছে দর্শকের। ‘চকোলেট বয়’-এর মোড়কে নয়া এই ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে দেখা যাবে রণবীরকে।

Advertisement

‘অ্যানিম্যাল’ ছবির জন্য তাঁর চেহারায় বিপুল বদল এনেছেন রণবীর। সম্প্রতি রণবীরের রণবীরের বদলে যাওয়া রূপের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রশিক্ষক, শিভম। রণবীরের সিক্সপ্যাক অ্যাবসের ছবি ভাগ করে শিভম লিখেছেন, ‘‘আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললে তুমি। পেশার প্রতি তোমার নিষ্ঠা সব সময়ই আমায় বিস্মিত করে। তোমার ফিটনেস প্রশিক্ষক হতে সব সময়ই আমার ভাল লাগে, এ ভাবেই এগিয়ে যাও।’’

অভিনেতার ফিটনেস প্রশিক্ষক বলেন, ‘‘কেবল পুষ্টিকর খাবার, সাপ্লিমেন্ট, কঠোর শরীরচর্চা করলেই হবে না, সবার আগে দরকার তাগিদ। আর রণবীরের তাগিদে কোনও খামতি ছিল না। রণবীর ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে ভারসাম্য ঠিক রেখে শরীরচর্চার জন্য সময় বার করেছে। শুটিং থাকলেও শরীরচর্চায় কোনও খামতি রাখেনি ও।’’

Advertisement

এই ছবি ভাইরাল হতেই নানা রকম চর্চা শুরু করেছেন নেটাগরিকরা। কেউ প্রশ্ন করলেন, ‘‘মদ্যপান ও ধূমপান ছেড়ে দিয়েই কি এ রকম চেহারা পেলেন রণবীর?’’ কেউ আবার লিখেছেন, ‘‘সাপ্লিমেন্ট ছাড়া এই চেহারা সম্ভব নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement