Pets

Pets: বাড়িতে পোষ্য আছে? জেনে নিন কোন কোন গাছ রাখতে পারবেন, কোনগুলিই বা বাদ দিতে হবে

এমন বহু গাছ রয়েছে, যা ঘরের বাতাসকে পরিশুদ্ধ করতে পারে। কিন্তু সেই গাছগুলি পোষ্য কুকুর বা বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৯:২৫
Share:

সব গাছ পোষ্যের জন্য নিরাপদ নয়। ছবি: সংগৃহীত

বাড়িতে পোষ্য রয়েছে। আপনার শখ বাড়ির ভিতরে টবে কয়েকটি ছোট গাছও বসাবেন। সে ক্ষেত্রে জানেন কি সব গাছ পোষ্যদের জন্য মোটেই নিরাপদ নয়?

Advertisement

এমন বহু গাছ রয়েছে, যা ঘরের বাতাসকে পরিশুদ্ধ করতে পারে। কিন্তু সেই গাছগুলি পোষ্য কুকুর বা বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক। সেগুলির পাতার সামান্য টুকরোও পোষ্যের পেটে গেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে।

কোন কোন গাছ পোষ্যের জন্য ক্ষতিকারক?

Advertisement

• অ্যান্থুরিয়াম

• স্প্যাথিফাইলাম

• আইভি লতা

• মানিপ্লান্ট

• অ্যালো ভেরা

• ডালিয়া

কোন কোন গাছ রাখতে পারেন পোষ্যের সঙ্গে?

আপাত ভাবে এই গাছগুলি মানুষের কোনও ক্ষতি না করলেও পোষ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তা বলে হতাশ হয়ে পড়বেন না। কারণ এমন গাছও আছে, যা পোষ্যের সঙ্গে ঘরের ভিতরে রাখা যায়।

রইল তেমন গাছের তালিকা।

• জবা

• গাঁদা

• স্পাইডার প্লান্ট

• থাইম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement