আসছে আরও নতুন ৮ ইমোজি। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
না বলা কথা, মান-অভিমান, ভালবাসা ইমোজি দিয়ে যায় বলা।
কেউ চোখ পিটপিট করছে, কারও আবার মাথা ঘুরছে, কেউ হেসে গড়িয়ে পড়ছে, কারও মুখে হাসি-চোখে জল— গত কয়েক বছরে হলুদ রঙের এই মুখগুলি জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে। মোবাইলে বার্তা পাঠানোর সময় লেখার একঘেয়েমি কাটানো হোক বা না লিখেই কিছু বলা, ভাবপ্রকাশে ক্রমশই কদর বৃদ্ধি পাচ্ছে রকমারি মুখভঙ্গি। হাসি, কান্না, রাগ, দুঃখ, মজা, মনের কথা বলার জন্য বিশেষ বিশেষ সময়ে একটা ইমোজিই যথেষ্ট। ৩,৭৮২ রকম ইমোজির লম্বা তালিকায় নবতম সংযোজন হতে চলেছে আরও ৮টি। ইউনিকোড কনসর্টিয়াম এই ৮টি ইমোজির তালিকা প্রকাশ করেছে। ইউনিকোড ১৬-এর অংশ হিসাবে এটি আসতে চলেছে।
তাতে থাকছে ক্লান্ত মুখ, শুকনো গাছের কাণ্ড, সব্জি, বেলচা-সহ আরও অনেক কিছু। কিন্তু তারা বলবে কী?
চোখ ফোলা ইমোজি
ক্লান্তি, ঘুম না হওয়া, কাজ করতে করতে বিধ্বস্ত ইত্যাদি বোঝাতে আগামী দিনে লম্বা বার্তা পাঠানোর দরকার হবে ন। একটি ইমোজিই যথষ্টে। এই হলুদ মুখে চোখ দুটিতে থাকবে ক্লান্তির ছাপ।
বিট
বিটের ইমোজি থাকবে নতুন তালিকায়। কোন কথায়, কখন এটি বলার দরকার হবে, তা অবশ্য বার্তাপ্রেরক ঠিক করবেন।
হার্প
এটি হল একটি প্রাচীন বাদ্যযন্ত্র। পাশ্চাত্যের সাংস্কৃতিক জগতে বিভিন্ন অনুষ্ঠানে এর ব্যবহার হয়।
বেলচা
ময়লা তোলার জন্য, কয়লা, বালি, মাটি, কাদা তুলতে বেলচার ব্যবহার হয়। কথা বলায় বেলচা কেন কাজে লাগাবেন, তা প্রেরকের নিজস্ব মানসিকতার উপর নির্ভর করবে।
আঙুলের ছাপ
অপরাধী ধরতে আঙুলের ছাপ পরীক্ষার পদ্ধতি বেশ পুরনো। একাধিক পরিচয়পত্রেও আঙুলের ছাপ কাজে লাগানো হয়। কারণ, প্রতিটি মানুষের আঙুলের ছাপই আলাদা। সেটিও এ বার জুড়ছে ইমোজির তালিকায়।
পাতাহীন গাছ
পাতাহীন গাছের কাণ্ডও জুড়ছে তালিকায়। জীবনে আর কিছুই নেই— এমন অভিব্যক্তি বোঝাতে এই ধরনের ইমোজির ব্যবহার হতে পারে।
ছিটকে যাওয়া বা দাগ
কোনও কিছু পড়ে ছিটকে যাওয়া বোঝাতে বিশেষ ধরনের ইমোজি আনা হচ্ছে।
ফ্ল্যাগ অফ সার্ক
ইংলিশ চ্যানেলের ব্রিটেনের অধীন এক স্বশাসিত দ্বীপ সার্ক। তার পতাকাই এ বার আসছে ইমোজির তালিকায়। বেশ কিছু দেশের জাতীয় পতাকা ইমোজির তালিকায় রয়েছে। এটি হবে তার মধ্যে নতুন সংযোজন।