MPs Discharged From Hospital

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির দুই সাংসদ, ‘রাহুলের ধাক্কায়’ চোট পেয়েছিলেন তাঁরা

অমিত শাহের অম্বেডকর-মন্তব্য নিয়ে বিরোধীদের প্রতিবাদের সময় বৃহস্পতিবার সংসদের বাইরে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়েছিলেন বালেশ্বরের বিজেপি সাংসদ ষড়ঙ্গী এবং ফারুখাবাদের সাংসদ রাজপুত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬
Share:

হাসপাতালে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। ছবি: পিটিআই।

সংসদ চত্বরে সাংসদদের মধ্যে ধস্তাধস্তির দৃশ্য দেখা গিয়েছিল গত বৃহস্পতিবার। আর সেই সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন বিজেপির দুই সাংসদ প্রতাপ ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। তার পর তাঁদের ভর্তি করানো হয় দিল্লির রামমনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে। সোমবার দুই সাংসদই হাসপাতাল থেকে ছাড়া পেলেন। হাসপাতালের সুপার অজয় শুক্ল বলেন, “দুই সাংসদকেই আজ (সোমবার) সকালে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের রক্তচাপ এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তাঁদের শারীরিক পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর রাখা হবে।”

Advertisement

অমিত শাহের অম্বেডকর-মন্তব্য নিয়ে বিরোধীদের প্রতিবাদের সময় বৃহস্পতিবার সংসদের বাইরে ধাক্কাধাক্কিতে পড়ে যান বালেশ্বরের বিজেপি সাংসদ ষড়ঙ্গী এবং ফারুখাবাদের সাংসদ রাজপুত। বিজেপির তরফে অভিযোগ তোলা হয় যে, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় আহত হয়েছেন দুই সাংসদ। ষড়ঙ্গী জানান, রাহুল ধাক্কা দেন মুকেশকে। তিনি ষড়ঙ্গীর গায়ের উপর পড়েন। ফলে দু’জনেই চোট পান। কংগ্রেস আবার বিজেপির বিরুদ্ধে পাল্টা অশান্তির অভিযোগ তোলে। দুই তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

হাসপাতালে ভর্তি করানোর পর ষড়ঙ্গীর মাথায় দু’টি সেলাই পড়ে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। জানানো হয় যে, রাজপুতের মাথাতেও চোট রয়েছে। আহত দু’জনকেই আইসিইউতে রাখা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement