Pet Parenting Tips

কুকুরকে পোষ মানানো সহজ, কিন্তু অবাধ্য বিড়ালছানাকে সহবত শেখাবেন কী ভাবে?

কুকুর প্রভুভক্ত, কিন্তু বিড়াল স্বাধীনচেতা। অবাধ্যতা তাদের সহজাত। তবে পোষ্যের মনমেজাজ বুঝে, সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে পারলে কাজ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:২৮
Share:

পোষ্য বিড়াল বাধ্য হবে কোন উপায়ে? ছবি: সংগৃহীত।

কুকুর নয়, বাড়িতে বিদেশি একটা বিড়ালছানা এনেছেন। নতুন জায়গায় এসে দিন কয়েক চুপচাপ থাকার পর, এ বার সে নিজের দৌরাত্ম্য দেখাতে শুরু করেছে। খাচ্ছে, ঘুমোচ্ছে, নিজের মেজাজে ঘুরে বেড়াচ্ছে আর যেখান-সেখান থেকে লাফাচ্ছে। বাড়ির সদস্যেরা রাতে একসঙ্গে টেবিলে খেতে বসেছেন। হঠাৎ মাটি থেকে একলাফে খাবার টেবিলের মধ্যিখানে এসে উপস্থিত হচ্ছে।

Advertisement

বকে-ধমকে-ভালবেসে কোনও ভাবেই তাকে বাগে আনা যাচ্ছে না। শেষমেশ কি তার শিক্ষাদীক্ষার ভার প্রশিক্ষকের হাতেই তুলে দিতে হবে? অভিজ্ঞেরা যদিও বলছেন, এ ক্ষেত্রে কুকুরদের সঙ্গে বিড়ালদের গুলিয়ে ফেললে চলবে না। কুকুর প্রভুভক্ত, কিন্তু বিড়াল স্বাধীনচেতা। অবাধ্যতা তাদের সহজাত। তবে পোষ্যের মনমেজাজ বুঝে, সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে পারলে অভিভাবকেরাই তাদের বাগে আনতে পারবেন।

১) বিড়ালদের গতিপ্রকৃতি, স্বভাব, রুচি-পছন্দ, ভাবনাচিন্তা সম্পর্কে ভাল করে জেনে নিন। কুকুরদের মতো বিড়ালেরা কিন্তু বাধ্য হয় না। তারা নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। তবে নাকের ডগায় পছন্দের খাবার দুলিয়ে পোষ্যটিকে দিয়ে অনেক কিছুই করিয়ে নেওয়া যায়। কিন্তু এক দিনেই যে সে সমস্ত রকম সহবত শিখে যাবে, এমন আশা না রাখাই ভাল।

Advertisement

২) পুরস্কার পেলে বিড়ালেরাও কথা শোনে। কোনও নির্দেশ দেওয়ার আগে হাতের কাছে পোষ্যটির পছন্দের জিনিসগুলি রাখুন। ভাল ব্যবহার করলে, আপনার আদেশ মানলে কিংবা যত্রতত্র মলমূত্র ত্যাগ না করলে পোষ্য বিড়ালটিকে তার পছন্দের খাবার, খেলনা দিয়ে পুরস্কৃত করুন। ভয় দেখালে কিন্তু বিড়াল আপনার কোনও কথা শুনবে না। বরং আনন্দে থাকলে তাদের বাগে আনা সহজ হবে।

৩) ছোট্ট বিড়ালছানা বাড়িতে আনামাত্রই যেন তাকে শিক্ষা দিতে শুরু করবেন না। প্রথমে বাড়ির সদস্যদের সঙ্গে পরিচয় হোক, খেলাধুলো করুক। আস্তানাটিকে বিপন্মুক্ত ভাবতে শিখুক। তার পর ধীরে ধীরে পোষ্যটিকে তার নামের সঙ্গে পরিচিত করান। খেলার ছলে সহজ কিছু পাঠ দিন। সারা দিনের মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে বেশ কয়েক বার একই জিনিস শেখাতে থাকুন।

৪) প্রথম থেকে সহজ কিছু নিয়ম শিখিয়ে দিন। ঘন ঘন নিয়ম পরিবর্তন করবেন না। তাতে বিড়ালেরা বিভ্রান্ত হয়ে পড়ে। বাড়ির এক এক জন সদস্য এক এক রকম নিয়ম শেখালেও বিপদ। সে ক্ষেত্রে ঠিক-ভুল গুলিয়ে ফেলাই স্বাভাবিক।

৫) একটানা অনেক ক্ষণ ধরে বিড়ালকে প্রশিক্ষণ দেওয়া মানে সময় নষ্ট। কারণ, তাদের মনঃসংযোগ করার ক্ষমতা সীমিত, খুব বেশি হলে ৫ থেকে ১০ মিনিট। এর চেয়ে বেশি সময় বিড়ালকে এক জায়গায় বসিয়ে রাখা মুশকিল। উৎসাহ না পেলে কথা শোনা দূর, পোষ্য বিড়ালটি আপনার কাছেই ঘেঁষবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement