হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে ২০৮ জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী,২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে।
নিযুক্তদের টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা টেকনিশিয়ান শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসেরা আট থেকে ন’হাজার টাকা ভাতা পাবেন। এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লিখিত বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য জানানো হয়নি। আবেদনকারীদের স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের নিরিখে বেছে নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে।
নাম নথিভুক্ত করার পর অনলাইনে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ এপ্রিল। নিযুক্তদের প্রতিষ্ঠানের কোরাপুটের দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।