How to toilet train your puppy

সারমেয় শাবককে নির্দিষ্ট জায়গায় মল-মূত্র ত্যাগের অভ্যাস রপ্ত করাতে পারছেন না? ৩ পন্থা রইল এখানে

বন্ধুর পোষ্য সারমেয়র শিষ্টাচার দেখে নিজের বাড়িতেও তেমন একটি খুদে এনেছিলেন। কিন্তু কোনও ভাবেই তাকে শিষ্টাচার শেখাতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৮:০৮
Share:
Pet Dog

পোষ্যকে ছোট থেকেই মল-মূত্র ত্যাগ করার প্রশিক্ষণ দিতে হবে। ছবি: সংগৃহীত।

উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় খাবার না দিলে খায় না। শুধু কি তা-ই? মল-মূত্র ত্যাগ করার হলে মাথা দিয়ে ঠেলে নিজেই শৌচাগারের দরজা খুলে নেয়। ভোরবেলা হিসু পেলে বাড়ির লোককে ঠিক ডেকে তোলে। বন্ধুর পোষ্য সারমেয়র এমন শিষ্টাচার দেখেই নিজের বাড়িতে তেমন একটি খুদে এনেছিলেন। কিন্তু কোনও ভাবেই তাকে নির্দিষ্ট জায়গায় মল-মূত্র ত্যাগ করানোর অভ্যাস রপ্ত করাতে পারছেন না। কী করবেন?

Advertisement

১) সারমেয় শাবকদের বিপাকহার বেশ উন্নত। সেই কারণেই তারা ঘন ঘন মল-মূত্র ত্যাগ করে। তাই নির্দিষ্ট সময় অন্তর পোষ্যকে বাইরে নিয়ে যাওয়ার অভ্যাস করুন। বিশেষ করে ভোরে এবং রাতে খাওয়াদাওয়ার পরে। সব সময়ে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে বাড়ির শৌচাগারটিও পোষ্যকে চিনিয়ে দিতে পারেন। ছোট থেকে এই অভ্যাস গড়ে তুলতে পারলে আর অসুবিধা হওয়ার কথা নয়।

২) মল-মূত্র ত্যাগ করার জন্য বিশেষ কোনও স্থান চিহ্নিত করে দিন। শৌচাগার ছাড়া যদি বাড়ির বারান্দা বা ছাদে মল-মূত্র ত্যাগ করার সুযোগ থাকে, তা হলে নির্দিষ্ট সময়ে নিয়মিত সেখানে নিয়ে গিয়ে প্রাতঃকৃত্য করার অভ্যাস করাতে পারেন। সারমেয়দের গন্ধ চেনার শক্তি প্রখর। আগে কখনও যদি সেখানে মল-মূত্র ত্যাগ করে থাকে, সে ক্ষেত্রে সঠিক জায়গা চিনে নিতে তাদের অসুবিধা হবে না।

Advertisement

৩) সারমেয় শাবকেরা কিন্তু আকারে- ইঙ্গিতে তাদের সুবিধা-অসুবিধা বোঝানোর চেষ্টা করে। সে সব দিকে একটু নজর রাখতে হবে। কখন আনন্দে গোল গোল করে ঘুরছে আর কখন মলত্যাগ করার জন্য বাইরে যেতে চাইছে, দিন কয়েক ভাল করে লক্ষ করলেই বোঝা যায়। ইঙ্গিত বুঝে তৎক্ষণাৎ নির্দিষ্ট জায়গায় নিয়ে যান ক’দিন। দেখবেন, অভ্যাস হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement