India-Bangladesh relation

‘নতুন আশার সঞ্চার করেছে’, তাইল্যান্ডে মোদী-ইউনূস বৈঠককে স্বাগত জানাল খালেদা জিয়ার বিএনপি

বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে মোদী-ইউনূস পার্শ্ববৈঠক সম্পর্কে বিএনপি মহাসচিবের ইতিবাচক বার্তাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১০:৩৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যাঙ্ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠককে স্বাগত জানাল বিএনপি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এই বৈঠক নতুন আশার সঞ্চার করেছে।’’

Advertisement

তাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী-ইউনূস পার্শ্ববৈঠক সম্পর্কে আলমগীর বলেন, ‘‘খুবই আনন্দের কথা। আমরা মনে করি, ভূ-রাজনীতিতে, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে।’’

বিএনপি চেয়ারপার্সন খালেদা অসুস্থ এবং লন্ডনে চিকিৎসাধীন। তাঁর পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেখ দীর্ঘ দিন ধরেই লন্ডনবাসী। এই পরিস্থিতিতে আমলগীরের হাতেই দল পরিচালনার দায়িত্ব রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আলমগীরের পরিচিতি ‘ইউনূস-বিরোধী’ হিসেবেই। তাৎপর্যপূর্ণ ভাবে ইউনূসের উপদেষ্টা শফিকুল আলম ব্যাঙ্ককের বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনার কথা জানানোর পরেই বিএনপি নেতার তরফে এল স্বাগতবার্তা।

Advertisement

মোদী-ইউনূস বৈঠকের পরে শুক্রবার শফিকুল বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলি বিষয় রয়েছে, তার সব ক’টি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সব ক’টি বিষয়ই আলোচনায় তুলেছেন। আলোচনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যে সব উস্কানিমূলক মন্তব্য করেছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ এবং তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষনেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।’’ এর পর বিদেশ মন্ত্রকও বৈঠকে ‘হাসিনা প্রসঙ্গ’ নিয়ে আলোচনার কথা মেনে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement