Fashion and Beauty

এলোমেলো ঢেউ খেলানো চুল খুব প্রিয়? আপনিও পেতে পারেন অতি সহজে

ঢেউ খেলানো চুল পেতে খুব বেশি কাঠখড় পোড়ানোর প্রয়োজন নেই। বাড়িতেই খুব সহজে পেতে পারেন এলোমেলো ঢেউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৯:১২
Share:

ঢেউ খেলানো চুল পেতে পারেন আপনিও। ছবি: সংগৃহিত

সোজা চুল দেখে দেখে একঘেয়ে লাগছে? চুলে একটু ঢেউ খেললে মন্দ হয় না। পার্লারের মতো খুব পেশাদার কোঁকড়া চুলের দরকার নেই। যত এলেমোলা আলগা ঢেউ খেলানো চুল হবে, তত দেখতে সুন্দর লাগবে। আর সেটা পেতে খুব বেশি কাঠখড় পোড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে খুব সহজে নিজেই করে নিতে পারবেন। রইল দু’টি উপায়।

Advertisement

ফ্ল্যাট আইরন: চুল সোজা করার যন্ত্র দিয়েই আপনি কোঁকড়া চুল পেতে পারেন। বিশ্বাস হচ্ছে না? চটপট আপনার চুল দু’ভাগে ভাগ করে দু’টো বিনুনি বেঁধে ফেলুন। তারপর একটা ফ্ল্যাট আইরন নিয়ে দুই বিনুনির উপর চেপে ধরুন। ঠিক যেমন চুল সোজা করার সময় ব্যবহার করেন, তেমন ভাবেই করুন। হয়ে গেলে বিনুনি খুলে দেখুন কেমন সুন্দর ঢেউ হয়েছে আপনার চুলে।

ঘুমনোর আগে: এই পদ্ধতি আরও সহজ। চুলটা একটা স্প্রেয়ার দিয়ে অল্প করে ভিজিয়ে নিন। তারপর একটু কষে দু’টো বেনুনি করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে বিনুনি খুলে ফেলুন। আলগা হাতে চুল ছাড়িয়ে নিন। দেখবে চমৎকার ‘বিচ কার্লস’ তৈরি। ঠিক যেন সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছেন!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement