How to Stop Pop-Up Ads

ফোন খুলতেই গুচ্ছের বিজ্ঞাপন! অ্যান্ড্রয়েড ফোনে ভেসে ওঠা ‘পপ-আপ অ্যাড’ বন্ধ করার পদ্ধতি জানেন?

সুখপাঠ্য কোনও লেখা, পছন্দের কোনও ছবি বা ভিডিয়ো দেখার মাঝে বার বার যদি এমন ভাবে বিজ্ঞাপন ভেসে ওঠে, তাতে পাঠক বা দর্শকের একাগ্রতা নষ্ট হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:৩৬
Share:

ফোনে ভেসে ওঠা বিজ্ঞাপন বন্ধ করার উপায় জানা আছে? ছবি: সংগৃহীত।

কবি লিখেছিলেন, ‘‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।’’ তবে এ ক্ষেত্রে ‘মুখ’ না বলে ‘মুঠোফোনের পর্দা’ বলাই ভাল। সকালে ঘুম থেকে উঠে মুঠোফোনে চোখ বোলানো প্রায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আট থেকে আশির। কেউ সমাজমাধ্যমে ঘোরাফেরা করেন, কেউ আবার দেশ-দুনিয়ার হাল- হকিকত জানতে সোজা চলে যান খবরের ওয়েব চ্যানেলের লিঙ্কে। ক্লিক করা মাত্রই পছন্দের পাতাটি খুলে যায়। কিন্তু সেই খবর একটানা পড়ার উপায় নেই! ক্ষণিকের মধ্যে খুলে যায় বিজ্ঞাপনের আরও একটি পাতা। মোবাইল বা ট্যাবলেটের স্ক্রিন জুড়ে বিরাজ করে সেটি। লেখা সম্পূর্ণ ঢেকে যায়। দেখতে না চাইলেও এই ‘বিনোদন’ সহ্য করতে হয় কয়েক মিনিট। তাতে সবচেয়ে বেশি সমস্যা হয় চোখের।

Advertisement

সুখপাঠ্য কোনও লেখা, পছন্দের কোনও ছবি বা ভিডিয়ো দেখার মাঝে বার বার যদি এমন ভাবে বিজ্ঞাপন ভেসে ওঠে, তাতে পাঠক বা দর্শকের একাগ্রতাও নষ্ট হয়। তার চেয়েও বড় কথা, এই অবাঞ্ছিত জিনিসগুলি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের গতি শ্লথ করে দেয়, ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতাও কমিয়ে দেয়। কিন্তু এ থেকে মুক্তি পাওয়ার উপায়ও আছে। তার জন্য ফোনের দোকানে ছোটার প্রয়োজন নেই। কয়েকটি বিষয় জানা থাকলে নিজেই বিজ্ঞাপনের বিড়ম্বনা আটকে দিতে পারেন।

অবাঞ্ছিত বিজ্ঞাপনের অবাধ আনাগোনা রুখবেন কী ভাবে?

Advertisement

১) প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্‌ল ক্রোমের পাতাটি খুলতে হবে।

২) পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি ‘ডট’ দেখতে পাবেন।

৩) সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে ক্লিক করতে হবে।

৪) ‘সেটিংস’ অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে ‘সাইট সেটিংস’ নামে একটি অপশনে ক্লিক করতে হবে।

৫) ‘সাইট সেটিংস’ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আরও একটি তালিকা। সেখানে ‘কনটেন্ট’ নামের একটি অপশন থাকবে।

৬) ‘কনটেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে গেলেই ‘পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট’ অপশন দেখতে পাবেন।

৭) ‘পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট’ অপশনের পাশেই ‘টগল’ বোতাম থাকবে। সেটি বন্ধ করতে হবে।

৮) এর পর আবার ফিরে যেতে হবে ‘সাইট সেটিং’ অপশনে। সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা দেখতে পাওয়া যাবে।

৯) সেখান থেকে ক্লিক করতে হবে ‘ইনট্রুসিভ অ্যাড্‌স’ অপশনটি। ‘পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট’ অপশনের মতো এখানেও একটি ‘টগল’ বোতাম দেখতে পাওয়া যাবে। এটিকেও বন্ধ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement