Viral Video

বিয়েবাড়িতে বিতর্ক, স্ত্রী ছাড়া ছয় শ্যালিকা এবং এক শ্যালকের সিঁথিতেও সিঁদুর তরুণের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের মণ্ডপে বসে রয়েছেন পাত্র এবং পাত্রী। সিঁদুরদানের সময় পাত্র এক চিমটি সিঁদুর নিয়ে কনের সিঁথিতে পরান। এর পর সিঁদুরের কৌটো নিয়ে আরও ছয় তরুণীর দিকে এগিয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে করতে গিয়ে স্ত্রীর পাশাপাশি ছয় শ্যালিকা এবং এক শ্যালকের সিঁথিতেও সিঁদুর দিলেন এক যুবক! এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে এই নিয়ে হইচইও পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। পাশাপাশি, নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োটি সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বানানো। নিছকই মজার উদ্দেশ্যে তা ক্যামেরাবন্দি করা হয়েছে। তবে নেটাগরিকদের অন্য একাংশের দাবি, ভিডিয়োটি মজার জন্য বানানো হলেও বিয়ের মতো একটি বিষয় নিয়ে এ ভাবে মজা করা উচিত হয়নি।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের মণ্ডপে বসে রয়েছেন পাত্র এবং পাত্রী। সিঁদুরদানের সময় পাত্র এক চিমটি সিঁদুর নিয়ে কনের সিঁথিতে দেন। এর পর সিঁদুরের কৌটো নিয়ে আরও ছয় তরুণীর দিকে এগিয়ে যান। একে একে সকলের মাথাতেই সিঁদুর লেপে দেন তিনি। এক তরুণের সিঁথিতেও সিঁদুর দেন। আর তা দেখে রেগে যান কনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো অনুযায়ী, পাত্রী ছাড়াও পাত্র যে ছয় তরুণী এবং এক তরুণের সিঁথিতে সিঁদুর দিয়েছেন, তাঁরা সম্পর্কে তাঁর ছয় শ্যালিকা এবং এক শ্যালক।

‘অ্যাক্টর নানহে’ এবং ‘অমরজিৎ ফান’ নামে দু’টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটির বেশি বার সেটি দেখা হয়েছে। ভিডিয়োটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হলেও নেটাগরিকদের মধ্যে তা বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল হওয়ার জন্য বিয়ের মতো বন্ধন এবং স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নিয়ে কি আদৌ উপহাস করা উচিত? সেই প্রশ্নও তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরেরা সামাজিক আচার নিয়েও উপহাস করেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার সামনে যদি এমনটা ঘটত, তা হলে আমি উত্তমমাধ্যম দিতাম ওই তরুণ-তরুণীদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement