Cleaning Hacks

ফ্লাস্কে গরম চা রাখতে রাখতে বিশ্রী গন্ধ হয়ে গিয়েছে? পরিষ্কারের সহজ উপায় জেনে নিন

সম্প্রতি থার্মোফ্লাস্ক পরিষ্কার করার প্রসঙ্গে নেটপ্রভাবী দীপ্তি কপূর একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন তা পরিষ্কার করার পদ্ধতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০০
Share:

ফ্লাস্ক পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

এই ঠান্ডায় ঘন ঘন চা-কফি না খেলেই নয়। কাজ করতে বসলে বার বার উঠতে ইচ্ছে করে না। তাই একেবারে অনেকটা চা তৈরি করে ফ্লাস্কে ভরে নেন। পরে ফ্লাস্ক থেকে প্রয়োজন মতো গরম পানীয় বার করে, খেয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেন। কিন্তু সমস্যা হল, দিনের শেষে ওই ফ্লাস্কটি ধোয়ার কথা অনেকেরই মনে থাকে না।

Advertisement

আগের দিনের ওই ফ্লাস্কেই আবার নতুন করে চা বা কফি তৈরি করে রাখেন। এর ফলে ফ্লাক্সের ভিতর দুর্গন্ধ হতে পারে। শুধু জল দিয়ে ধুলে কিন্তু এই দুর্গন্ধ দূর হয় না। সম্প্রতি এই প্রসঙ্গে নেটপ্রভাবী দীপ্তি কপূর একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন ইনসুলেটেড ফ্লাস্ক পরিষ্কার করার সহজ পদ্ধতি।

ছবি: সংগৃহীত।

কী ভাবে পরিষ্কার করবেন ফ্লাস্ক?

Advertisement

দীপ্তি বলেন, “প্রথমে ফ্লাস্কের ভিতর এক টেবিল চামচ বেকিং সোডা নিয়ে নিন। ওই বোতলটি অর্ধেক জলে ভরে নিন। ভাল করে ঝাঁকিয়ে, মিনিট পনেরো ওই ভাবে রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস, এটুকুতেই ফ্লাস্ক হয়ে উঠবে একেবারে নতুনের মতো।” দীপ্তি জানান, এই পন্থা মেনে কাচের বোতলও পরিষ্কার করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement