Foods For Pet

পোষ্যকে নিয়ে বেড়াতে যাবেন? হাতের কাছে রাখতে পারেন ঘরে বানানো ৩ খাবার

পোষ্যকে নিয়ে এক দিনের জন্য বেড়াতে যান বা লম্বা ভ্রমণে, সঙ্গে রাখতে পারেন ঘরে তৈরি খাবার। সারমেয়র জন্য কোন খাবার নিয়ে যেতে পারেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৪
Share:

পোষ্যকে নিয়ে বেড়াতে গেলে সঙ্গে কোন ধরনের ঘরোয়া খাবার রাখবেন? ছবি:ফ্রিপিক।

পোষ্যকে নিয়ে বেড়াতে যান অনেকেই। ট্রেন, গাড়ি চড়ে দিব্যি চারপেয়েরা পাহাড় থেকে সাগরে ঘুরতে যায়। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হয় পোষ্যের খাবার নিয়ে। লম্বা যাত্রাপথে মানুষের খাবারের অভাব না হলেও সারমেয়টির খাদ্যাভাব হতেই পারে।

Advertisement

গৃহপালিত সারমেয়রা সাধারণত যে কোনও খাবারে অভ্যস্ত হয় না। কুকুরের জন্য শুকনো খাবার পাওয়া যায় ঠিকই, তবে বাড়িতে বানিয়েও পোষ্যের খাবার সঙ্গে রাখা যায়। পশু চিকিৎসক দীপক সারস্বত এমন কয়েকটি খাবারের কথা জানিয়েছেন, যা পোষ্যকে নিয়ে বেড়াতে গেলে ২-৩ দিন সঙ্গে রাখা যায়।

রাঙাআলু এবং মাংস: সারমেয়দের জন্য শুকনো চিকেন স্ট্রিপস কিনতে পাওয়া যায়। বাড়িতেও এয়ার ফ্রায়ারে তা বানিয়ে নিতে পারেন। রাঙাআলু সেদ্ধ করে তা মেখে সেটি শুকনো চিকেন স্ট্রিপস দিয়ে মুড়ে রোল করে নিন। রাঙাআলুতে থাকা ভিটামিন, ফাইবার সারমেয়র জন্য উপকারী। এই খাবারটি ঘরের তাপমাত্রায় ২ থেকে ৩ দিন ভাল থাকে।

Advertisement

ভাতের বল: অনেক সারমেয় ভাত খেতে পছন্দ করে। চাল ধুয়ে নিন। মুরগির মাংসের কিমা সেদ্ধ করে ব্রাউন রাইসের সঙ্গে মিশিয়ে নিন। ভাত এবং মাংস মাখোমাখো হয়ে এলে নামিয়ে নিন ঠান্ডা হলে গোল বল বানিয়ে ফেলুন। তিন দিন পর্যন্ত এটি ফ্রিজে রেখে খাওয়ানো যাবে। গাড়িতে ফ্রিজ থাকলে বা সঙ্গে নিয়ে যাওয়া যায় এমন বরফের বাক্সে খাবারটি প্যাক করে রাখতে পারেন। হোটেলে গিয়েও সেখানকার ফ্রিজে রেখে দিতে পারেন।

দই-ফল: বিশেষত গরমের দিনে বা গরমের জায়গায় গেলে পোষ্যের জন্য এই খাবারটি রাখতে পারেন। ইয়োগার্ট বা দইয়ে প্রোবায়োটিক থাকে, যা সারমেয়র পেটের স্বাস্থ্য ভাল রাখবে। তার সঙ্গে বেরি জাতীয় ফল বা কলা যা সারমেয়রা খেতে পারে, সেগুলি মিশিয়ে সিলিকনের ছাঁচে ভরে ফ্রিজে রেখে দিন। বরফ করেও সেটি রাখতে পারেন। রাস্তায় যাওয়ার সময় কিছুটা করে সারমেয়কে খাওয়ানো যায়। এটি ঠান্ডা খাবার হিসেবেই দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement