Parvesh Verma

ভোটারদের জুতো বিতরণ! কেজরীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশন এফআইআর দায়ের করল

নয়াদিল্লিতে কেজরীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশ। সেখানে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৪
Share:

বাঁদিকে অরবিন্দ কেজরীওয়াল, ডান দিকে প্রবেশ বর্মা। —ফাইল চিত্র।

আম আদমি পার্টি (আপ)-র তরফে অভিযোগ তোলা হয়েছিল আগেই। প্রকাশ করা হয়েছিল ছবি এবং ভিডিয়ো (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)। এ বার তার ভিত্তিতে নয়াদিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মার বিরুদ্ধে এফআইআর করা হল নির্বাচন কমিশনের তরফে।

Advertisement

বুধবার বিকেলে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্থানীয় থানায় ওসিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। কমিশনের তরফে জানানো হয়েছে, রজনীশ ভাস্কর নামে এক আইনজীবী ভিডিয়ো পেশ করে অভিযোগ জানিয়েছিলেন, মহিলা ভোটারদের জুতো বিলি করছেন প্রবেশ। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ।

নয়াদিল্লি আসনে আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র তথা পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ প্রবেশকে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। কেজরী গত সপ্তাহেই প্রবেশের বিরুদ্ধে ভোটারদের টাকা ও উপহার বিলির অভিযোগ তুলেছিলেন। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement