Lip Mask Recipes

মুখের মতো ঠোঁটেও মাখুন মাস্ক, ঘরোয়া উপাদানেই পান উজ্জ্বল গোলাপি ঠোঁট

ঠোঁটের ত্বক আরও স্পর্শকাতর। তাই পুষ্টির দরকার আছে অবশ্যই। কিন্তু মুখের মাস্কে যে সব উপাদান ব্যবহার করা হয়, ঠোঁটে তা ব্যবহার করা যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:১৬
Share:

ছবি : সংগৃহীত।

দই, হলুদ, মূলতানি মাটি— মুখে কত কিছুই তো মাখেন! কিন্তু সেই সব কি ঠোঁটেও মাখেন? না নিশ্চয়ই। কিন্তু ঠোঁটের পুষ্টির কি দরকার নেই? রূপটান শিল্পীরা বলছেন, ঠোঁটের ত্বক আরও স্পর্শকাতর। তাই পুষ্টির দরকার আছে অবশ্যই। কিন্তু মুখের মাস্কে যে সব উপাদান ব্যবহার করা হয়, ঠোঁটে তা ব্যবহার করা যায় না। তাই মুখের জন্য রয়েছে আলাদা ধরনের মাস্ক।

Advertisement

কী ভাবে বানাবেন মাস্ক?

১। মধু এবং কাঠবাদামের তেল দিয়ে তৈরি করা যায় লিপ মাস্ক। সম পরিমাণ আমন্ড অয়েল এবং মধু এক সঙ্গে মিশিয়ে মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রাখুন। তার পরে গরম জল দিয়ে ঘষে তুলে ফেলুন।

Advertisement

মধু ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করে। ঠোঁটকে নরম করে। আমন্ড অয়েলে থাকা ভিটামিন এবং খনিজ পুষ্টি জুগিয়ে ঠোঁটের রং উজ্জ্বল করে।

২। হলুদ এবং দুধের মাস্ক। এক চামচ দুধে সামান্য হলুদ দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। তার পরে ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেলুন।

হলুদে রয়েছে ত্বকের রং উজ্জ্বল করার প্রাকৃতিক উপাদান। অন্য দিকে, দুধ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে এবং ঠোঁট নরম রাখতে সাহায্য করে।

৩। গোলাপ জল এবং গ্লিসারিন দিয়েও করা যায় ঠোঁটের পরিচর্যা। সমপরিমাণে দুটি উপাদান মিশিয়ে ঠোঁটে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে গরম জলে ধুয়ে ফেলুন।

গোলাপজল ঠোঁটকে স্বস্তি দেয়। গ্লিসারিন আর্দ্রতা বজায় রাখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement