Cleaning Tips

পুরনো সোনা, রুপোর গয়না নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন বাড়িতেই! জেনে নিন কী ভাবে

দীর্ঘ দিন ধরে ব্যবহার করা গয়না ঘাম, দেহের ময়লা, রাসায়নিক কিংবা আর্দ্রতার জন্য জেল্লা হারায়। প্রতি বার দোকানে দিয়ে সেগুলি পরিষ্কার করানো বেশ খরচসাপেক্ষ ব্যাপার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৯:৪১
Share:

সোনা, রুপোর গয়না পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

সোনা আর রুপো তো এক নয়!

Advertisement

দু’টি ধাতুর বাজারমূল্য কিংবা কদরও আলাদা। সে ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, সোনা বা রুপো দিয়ে তৈরি গয়না বাড়িতে পরিষ্কার করার পদ্ধতি এক হবে কেন?

দীর্ঘ দিন ধরে ব্যবহার করা গয়না ঘাম, দেহের ময়লা, রাসায়নিক কিংবা আর্দ্রতার জন্য জেল্লা হারায়। প্রতি বার দোকানে দিয়ে সেগুলি পরিষ্কার করানো বেশ খরচসাপেক্ষ ব্যাপার। শুধু তা-ই নয়, ঘন ঘন রাসায়নিক দ্রবণে গয়নাগুলি ভিজিয়ে রাখলে তা ক্ষয়েও যায়। তাই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে অনেকেই সোনা, রুপোর গয়না পরিষ্কার করেন। তবে সোনা বা রুপোর গয়নার জন্য আলাদা আলাদা দ্রবণ প্রয়োজন নেই, দু’ধরনের গয়নাই পরিষ্কার করা যেতে পারে এমন তিনটি দ্রবণ তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

১) গরম জল:

একটি পাত্রে ঈষদুষ্ণ জল নিন। তার মধ্যে মিনিট দশেক গয়নাগুলো ভিজিয়ে রাখুন। তার পর নরম ব্রিসল্‌সের ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন। সোনা হোক বা রুপো, দেখবেন গয়না একেবারে ঝকঝক করছে।

২) তরল সাবান:

ঈষদুষ্ণ জলে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নিন। এ বার ওই দ্রবণে গয়না ভিজিয়ে রাখুন মিনিট পনেরো। ব্রাশ দিয়ে ঘষে নিন। তার পর শুকনো, সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন। গয়না একেবারে নতুনের মতো হয়ে যাবে।

৩) মাজন:

রুপোর গয়না পরিষ্কার করতে অনেকেই মাজন ব্যবহার করেন। তবে এই টোটকায় সোনার গয়নাও পরিষ্কার করা যেতে পারে। গয়নায় মাজন মাখিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করুন। তার পর ঈষদুষ্ণ জলে তা ভিজিয়ে রাখুন আরও মিনিট দশেক। তার পর ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। সবশেষে শুকনো, সুতির কাপড় দিয়ে মুছে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement