শীতে মুখের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
বাতাস শুষ্ক হতে শুরু করলেই চামড়ায় টান ধরে। কোনও কালে যাঁরা গায়ে তেল পর্যন্ত মাখেন না, এই সময়ে তাঁরাও বডি লোশন বা ক্রিমের খোঁজ করেন। তবে রূপটান শিল্পীরা বলছেন, মুখের ক্ষেত্রে আরও একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। শুধু ক্রিম বা লোশন মেখে ত্বকের পেলবতা ধরে রাখা সহজ নয়। তার জন্য যে দাম দিয়ে বিদেশি প্রসাধনী কিনে মাখতে হবে, এমনটাও নয়। ঘরোয়া কয়েকটি প্যাকেই সমস্যার সমাধান হতে পারে।
বাড়িতে থাকা কোন কোন উপাদান দিয়ে প্যাক বানাবেন?
১) অ্যাভোকাডো, মধু:
ছোট একটি পাত্রে অর্ধেকটা অ্যাভোকাডো এবং এক চা চামচ মধু ভাল করে চটকে মেখে নিন। এ বার এই মিশ্রণ মুখে মেখে রাখুন ২০ মিনিট। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক শুষ্ক তো হবেই না, উল্টে আরও পেলব হয়ে উঠবে।
২) কলা, ইয়োগার্ট:
ছোট একটি পাত্রে পাকা কলা চটকে, তার সঙ্গে ইয়োগার্ট ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্ক ভাব দূর করার পাশাপাশি জেল্লাও বাড়িয়ে তুলবে।
৩) ওটমিল, দুধ:
স্ক্রাব এবং মাস্ক— দুইয়ের কাজ করবে ওটমিল এবং দুধ দিয়ে তৈরি বিশেষ এই প্যাক। ছোট একটি পাত্রে দুধ এবং ওটমিল ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। মিনিট কুড়ি মুখে মেখে রাখুন। ধোয়ার সময়ে হাত দিয়ে হালকা করে ঘষে নিন। মৃত কোষ সরিয়ে ত্বকে জেল্লা ফিরিয়ে আনবে এই প্যাক। আবার ত্বকে ময়েশ্চারাইজ়ার ধরে রাখতেও সাহায্য করবে।