Salt

এই নুন পারে বহু সমস্যার সমাধান করে দিতে

বহু দিন ধরেই চিকিৎসার নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই নুন। এপসম লবন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১২:৩৭
Share:

এপসম লবনের অনেক গুণ। ছবি: সংগৃহীত

অবসাদ থেকে পেটের গণ্ডগোল— বহু সমস্যার সমাধান করতে পারে এই লবন। যদিও প্রথাগত লবন বা রান্নার নুনের থেকে একেবারে আলাদা এটি। কিন্তু বহু দিন ধরেই চিকিৎসার নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই নুন। এপসম লবন।

Advertisement

কী এই এপসম লবন: ইংল্যান্ডের এপসম অঞ্চলে প্রথম এই লবন তৈরি হয়। রাসায়নিক নাম ‘ম্যাগনেসিয়াম সালফেট’। দেখতে সাধারণ নুনের মতো এই লবন প্রথমে স্নানের জলে মেশানোর কাজ ব্যবহার হত। তার পরে ওষুধ হিসেবেও এর ব্যবহার হতে থাকে।

কী ভাবে ব্যবহার: স্নান তো বটেই, অনেকেই এপসম লবন মেশানো জল পান করেন। এতে শরীরে জমা দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়।

Advertisement

উপকার কী কী: এই লবনের অনেক উপকার। শরীরে ম্যাগনেসিয়ামের চাহিদার অনেকটাই পূরণ করতে পারে এটি। অনেকের দাবি, এই নুন মেশানো জল খেলে তো বটেই, এই জলে স্নান করলেও ম্যাগনেসিয়ামের চাহিদা কিছুটা মেটে। ম্যাগনেসিয়ামের চাহিদা মিটলে মানসিক চাপ বা উদ্বেগও কিছুটা কমে। ঘুম ভাল হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটে। ব্যথার উপশম হয় তাড়াতাড়ি।

সতর্কতা: কতটা এপসম লবন খাওয়া উচিত, তা চিকিৎসকই বলতে পারবেন। তাই এই নুন মেশানো জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই লবন মেশানো জল খাওয়া উচিত নয়। সে বিষয়েও চিকিৎসকের থেকে ভাল করে জেনে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement