Mimi Chakraborty

নিয়ম ভাঙার দিনে ইচ্ছামতো খাওয়ার মজাই আলাদা, বলে দিল অভিনেত্রী মিমির ছবি

রোজ খাওয়াদাওয়া করেন যাঁরা স্বাস্থ্যরক্ষার বিধি মেনে, তাঁদেরও কখনও কখনও নিয়মের বাইরে বেরোতে ইচ্ছা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২০:৪১
Share:

মিমি চক্রবর্তী।

খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতে হয় নিয়ম মেনে। তবে সে নিয়ম মাঝেমধ্যে ভাঙতেও হয়। শুধু যে শরীর নয়, মনটাও ভাল রাখতে হবে যে। নিজের ডায়েটিংয়ের অভ্যাসে এক দিনের কারচুপি কেমন হওয়া ভাল, তা শেখালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ইংরেজি ভাষায় একটা কথা খুব প্রচলিত। ‘চিট ডে’। এই দিনটি হল নিয়ম ভাঙার দিন। রোজ খাওয়াদাওয়া করেন যাঁরা স্বাস্থ্যরক্ষার বিধি মেনে, তাঁদেরও কখনও কখনও নিয়মের বাইরে বেরোতে ইচ্ছা করে। যে দিন তাঁরা ডায়েটের সে সব বিধি-নিষেধ ভাঙেন, সেই দিনটিকে ডেকে থাকেন ‘চিট ডে’ বলে।

নেটমাধ্যমে নিজের নিয়ম ভাঙার ছবি দিলেন অভিনেত্রী মিমি। রূপটানের ফাঁকে চলছে পিৎজা খাওয়া। এক টুকরো পিৎজা হাতে তাঁর আহ্লাদি মুখভঙ্গি বলে দিচ্ছে, নিয়ম থাকলে তা ভাঙাও খুব জরুরি। আর সেই ছবির নীচেই ইংরেজিতে লিখে দিলেন ‘চিট ডে এমন হোক’। সঙ্গে আবার রয়েছে তাতে পিৎজার ছবিও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement