Alum

Benefits of alum: মুখে দুর্গন্ধ হচ্ছে? ফিটকিরির গুণেই হবে সমস্যার সমাধান

জলে ফিটকিরি দিলে অনেক ক্ষতিকর জীবাণু দূর হয়। ফিটকিরি যে রোজের জীবনে আরও নানা কাজে লাগতে পারে, সে কথা জানা আছে কি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৫:১৭
Share:

ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে মুখে দুর্গন্ধ হতে পারে। ছবি: সংগৃহীত

বাড়িতে খাওয়ার জল পরিস্রুত করার যন্ত্রটি খারাপ হয়ে গেলেই আমাদের মনে পড়ে ফিটকিরির কথা। জলে ফিটকিরি দিলে অনেক ক্ষতিকর জীবাণু দূর হয়। তবে এ ছাড়া বাড়িতে খুব বেশি ফিটকিরির ব্যবহার হয় না বললেই চলে। কিন্তু এই ফিটকিরি যে রোজের জীবনে আরও নানা কাজে লাগতে পারে, সে কথা জানা আছে কি?

Advertisement

মুখের দুর্গন্ধ দূর করতে: মুখে দুর্গন্ধের সমস্যা হয়? ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে এমনটা হতে পারে। ফিটকিরি ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায়। জলে সামান্য নুন মিশিয়ে ফুটিয়ে নিন। তাতে ফিটকিরি গুঁড়ো করে দিয়ে দিন। জল ঠান্ডা হলে একটি বোতলে ভরে রাখুন। নিয়মিত এই জল দিয়ে কুলকুচি করলে দুর্গন্ধের সমস্যা অনেকটা কমে যাবে।

ঘা শুকোতে সাহায্য করে: মুখের ভিতরে কোনও ঘা হলে বেশ বিপাকে পড়তে হয়। এ ক্ষেত্রে ফিটকিরি দিয়েই হতে পারে মুশকিল আসান। একটু জ্বালা করলেও ঘা শুকিয়ে যাবে অল্প সময়েই।

Advertisement

ত্বকের ক্ষত কমাতে: দাড়ি কাটতে গিয়ে অনেক সময় আচমকা ত্বকে ক্ষত হয়ে যায়। কিংবা রান্নাঘরে কাজ করতে করতে হাত কেটে যায়। এ ক্ষেত্রে ফিটকিরি লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন জায়গাটা। কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকবে না।

প্রতীকী ছবি

ব্রণর সমস্যা দূর করতে: গরমের দিনে ব্রণর সমস্যায় নাজেহাল কমবেশি সবাইএক চামচ মুলতানি মাটি, দু’চামচ ডিমের সাদা অংশ এবং এক চামচ ফিটকিরি গুঁড়ো মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে ফ্রিজে রেখে দিন। ব্রণর সমস্যা বাড়লে এটা মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ব্রণর লালচে ভাব বা ফোলা ভাব কমবে, ব্যথাও কমে যাবে। তবে সংবেদনশীল ত্বক হলে এটি ব্যবহার না করাই ভাল।

বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে: ৪০ পেরোলেই ত্বকে বয়েসের ছাপ পড়তে শুরু করে। এ ক্ষেত্রে জলে ফিটকিরি গুঁড়ো মিশিয়ে নিয়ে ফ্রিজে বরফ বানিয়ে নিন। প্রত্যেকদিন এই বরফ মুখে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। দীর্ঘ দিন নিয়মিত এই টোটকা মেনে চললে ত্বক মসৃণ ও টানটান হবে।

ঘামের দুর্গন্ধ দূর করতে: ঘাম নিয়ন্ত্রণ করতে এবং ঘামের দুর্গন্ধ দূর করতেও দারুণ কাজ করে ফিটকিরি। জলে ফিটকিরির গুঁড়ো মিশিয়ে স্নান করলে ঘামে দুর্গন্ধ হয় না।

দাঁতের সুরক্ষায়: ব্রাশ করলেই দাঁত থেকে রক্ত পড়ে? পায়োরিয়ার সমস্যা আছে? এক গ্রাম ফিটকিরি গুঁড়ো, এক চিমটে দারচিনি গুঁড়ো আর বিট নুন ভাল করে মিশিয়ে মাড়িতে লাগিয়ে নিন। সুফল পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement