ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
দিনে দিনে বিয়ের ধরন বদলাচ্ছে। তাল মিলিয়ে বদলাচ্ছে বিয়ের নানা অনুষঙ্গ। বিয়ের আমন্ত্রণপত্রের ধাঁচও পাল্টে গিয়েছে। কার্ডে নতুন নতুন নকশা থেকে ডিজিটাল কার্ড, সবেতেই যেন অন্য রকম কিছু করে দেখানোর তাগিদ। সেই রকমই একটি বিয়ের কার্ডের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। অনেকেই বিয়ের কার্ডটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ‘ভয়ঙ্কর বিয়ে’ বলেও মন্তব্য করেছেন অনেকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের কার্ডের একেবারে উপরে লেখা ‘ভয়ঙ্কর বিয়ে’। পাত্র এবং পাত্রী পরিচয়ের জায়গায় লেখা, বিড়ি কুমারীর সঙ্গে ক্যানসার কুমারের বিয়ে হচ্ছে। বিয়ের স্থান হিসাবে লেখা, ‘‘দুঃখ নগর, ৪২০ যমলোক হাউস’’। এ ছা়ড়াও হিন্দিতে উদ্ভট উদ্ভট জিনিস লেখা সেই কার্ডে। সেই কার্ডের ভিডিয়োই ভাইরাল হয়েছে।
‘বিবেক অফিশিয়াল ০০০১’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ৩০ লক্ষেরও বেশি বার সেই ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। যদিও অধিকাংশ নেটাগরিকই জানিয়েছেন যে, নিছকই মজার জন্য ওই কার্ড তৈরি করা হয়েছে। কার্ডের ছবি এবং ভিডিয়ো ভাইরাল করাই উদ্দেশ্য ছিল। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘যিনি কার্ডটি বানিয়েছেন তাঁকে সেলাম জানাই ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নোবেল পুরস্কার জেতা উচিত এই কার্ডের জন্য।’’