পেটের দায়ে নিরলস পরিশ্রম। ছবি: সংগৃহীত
জাপানের মাউন্ট ফুজি আগ্নেয়গিরিতে ঘুরতে গিয়েছিলেন কয়েক জন পর্যটক। সেখানেই ‘গোজেক’ নামক একটি সরবরাহকারী সংস্থার মাধ্যমে খাবারের বরাত দেন তাঁরা। সেই খাবার পৌঁছে দিতে প্রায় ছ’ঘণ্টা হেঁটে পাহাড়ে উঠলেন সংস্থার এক কর্মী। পর্যটকদের কাছে পৌঁছে গেলেন সেই খাবার সরবরাহকারী যুবক।
যুবকের কাণ্ড ভিডিয়োতে ধরে রেখেছেন পর্যটকরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে খাবার ভর্তি বড় দু’টি প্লাস্টিকের ব্যাগ হাতে পাথর বেয়ে উঠে আসছেন তিনি। পরনে ডেলিভারি সংস্থার উজ্জ্বল সবুজ রঙের পোশাক। খাবার দিয়ে এক মুহূর্ত বিশ্রাম নেননি যুবক। তৎক্ষণাৎ হাসি মুখে হাত নেড়ে বিদায় নেন তিনি।
মাউন্ট ফুজি। ছবি: সংগৃহীত
জাপানের রাজধানী টোকিয়ো থেকে ৬২ মাইল দক্ষিণ-পশ্চিমে রয়েছে মাউন্ট ফুজি। ১৭০৭-০৮ সালে শেষ বার অগ্ন্যুৎপাত হয় এই আগ্নেয়গিরি থেকে। বর্তমানে বহু পর্যটক সেখানে বেড়াতে যান। দুর্গম পথ ধরে হেঁটে পাহাড়ের উপরে ওঠেন। ২০ অগস্ট একই কায়দায় বেশ কিছুটা ওঠার পর ‘ডমিনজ পিৎজা’-র বরাত দেন এক দল পর্যটক। সে দিনই পিৎজা পৌঁছে দিতে খাবার কাঁধে পাহাড়ে চড়তে দেখা গিয়েছিল পিৎজা সংস্থার ওই কর্মীকে।