এ বারের পর্বে জাইডাস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দেবদত্ত বন্দ্যোপাধ্যায় মিউকরমাইকোসিস রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দেশে মিউকরমাইকোসিস কোভিডের পর নতুন আতঙ্ক ছড়িয়েছে। বহু মানুষের এই রোগ হওয়ায় কোভিড-পরবর্তী জটিলতা আরও মারাত্মক রূপ ধারণ করছে। এই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা। কিন্তু এই রোগের সূত্র কী? কেনই বা কোভিড রোগীদের মধ্যে হঠাৎ এর বাড়বাড়ন্ত। উপসর্গ কোনগুলো? কেনই বা এই রোগকে সকলে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বলে ভুল করছেন— বিভিন্ন প্রসঙ্গ উঠে এল তাঁর আলোচনায়।