বাড়ির বাইরে বেরোনো, খেলাধুলো, ক্লাবে যাওয়া সবই এখন বন্ধ।
অতিমারি পর্বে শিশুরা দীর্ঘদিন স্কুল থেকে দূরে। বাড়ির বাইরে বেরোনো, খেলাধুলো করা, ক্লাবে যাওয়া সবই এখন বন্ধ। অনলাইন ক্লাসের দৌলতে বেড়ে গিয়েছে স্ক্রিন টাইম। বন্ধুহীন জীবনে সঙ্গী হয়ে উঠেছে মোবাইল। এই পরিস্থিতিতে কী করবেন অভিভাবকেরা? এমন সব বিষয় নিয়ে আনন্দবাজার ডিজিটালের মুখোমুখি হয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার শিশুদের ক্ষেত্রে কতটা বিপদ ডেকে আনতে পারে, তা নিয়েও আলোকপাত করেছেন অপূর্ব ঘোষ।