৫৯ দিনের শুনানির পর রায় ঘোষণা। আরজি কর-কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় দোষী সঞ্জয়। আগামী সোমবার সাজা ঘোষণা। কোন ধারায় কী সাজা হতে পারে সঞ্জয়ের?