এ বারের পর্বে জাইডাস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দেবদত্ত বন্দ্যোপাধ্যায় সাইটোকাইন ঝড় কী তা বুঝিয়ে বলেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে অল্প দিনের মধ্যে দ্রুত রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এর অন্যতম কারণ শরীরে সাইটোকাইন ঝড়। চিকিৎসকদের মতে শরীরে ভাইরাস আক্রমণ হলে তা থেকে শরীরকে রক্ষা করতে এগিয়ে আসে অ্যান্টিবডি। লড়াই চালায় শত্রু ভাইরাসের সঙ্গে। কিন্তু কখনও কখনও শত্রু ছাড়াও শরীরের ভাল, সুস্থ কোষকেও আক্রমণ করতে থাকে, তখনই শুরু হয় সাইটোকাইন ঝড়। এই সাইটোকাইন ঝড় কী, কেন এবং তা থেকে রক্তে জমাট বাঁধা বা নানা অঙ্গ বিকল কী করে হয়ে যাচ্ছে— বিভিন্ন প্রসঙ্গ উঠে এল তাঁর আলোচনায়।