এই পর্বে জাইডাস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দেবদত্ত বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে বেশ কিছু কথা আলোচনা করেছেন। প্রতিষেধকের গুরুত্ব, তার কার্যকারিতা-সহ আরও নানা বিষয়ে বুঝিয়ে বলেছেন। সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় বিস্তারিত ভাবে বুঝিয়ে বলেছেন জৈবরসায়ন সংক্রান্ত গবেষণায় যুক্ত এই বিজ্ঞানী। কী উপায়ে এই মহামারির হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কোন প্রতিষেধকের কার্যকারিতা কতটা, কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এই মারণ ভাইরাসের প্রতিষেধক কার কার নেওয়া উচিত, কারই বা উচিত নয়, এই সব বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন প্রসঙ্গও উঠে এল তাঁর আলোচনায়।