এ বারের পর্বে জাইডাস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দেবদত্ত বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে আরও কিছু কথা বিশদে আলোচনা করেছেন। কোন প্রতিষেধকের কার্যকারিতা কতটা এবং কোন কোন পরিস্থিতির উপর তা নির্ভর করে— এমন আরও বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। জৈব রসায়ন সংক্রান্ত গবেষণায় যুক্ত এই বিজ্ঞানী জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় টীকার মধ্যে ব্যবধান কত দিনের হওয়া উচিত। প্রথম টিকা নেওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে দ্বিতীয় টিকা পাওয়া না গেলে কী হতে পারে। কোভিড-আক্রান্ত ব্যক্তির টিকা নেওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আছে কি না— বিভিন্ন প্রসঙ্গ উঠে এল তাঁর আলোচনায়।