Valentines Day 2023

উপলক্ষ কিস ডে: ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড তো হল, তাতে কোনও রোগ ছড়াবে না তো?

যৌনরোগে সংক্রামিত না হওয়ার একমাত্র উপায় হল সুরক্ষিত যৌনজীবন। কিন্তু চুমুর জন্য কী?

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৫
Share:

চুমুতেও কি ভয়! প্রতীকী ছবি।

রাত পোহালেই ভালবাসার দিন। তার ঠিক আগের দিনটি চুম্বন দিবস হিসাবে পরিচিত। প্রেমে চুম্বন বিনিময় তো হয়েই থাকে। কিন্তু তাতে কোনও ভয় নেই তো? সঙ্গীর শরীর থেকে যৌনরোগে সংক্রামিত না হওয়ার একমাত্র উপায় হল সুরক্ষিত যৌনজীবন। শারীরিক সম্পর্কে যুক্ত সকলকেই চিকিৎসকরা এই পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু শুধুমাত্র চুম্বনের ক্ষেত্রেও কি সাবধান থাকা জরুরি?

Advertisement

ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করার সময়েও এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে যৌনরোগ।

এমনই বক্তব্য চিকিৎসকদের। এ ক্ষেত্রে আশার আলো একটিই। তা হল, চুম্বন থেকে সংক্রমণের হার কম। তবে, যৌনরোগ না হলেও অন্যের লালার মধ্যে থাকা ‘এইচপিভি’ জীবাণু, মুখের ঘা বা সর্দি-কাশির মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়বেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

যৌন সংসর্গের ক্ষেত্রে সুরক্ষার বলয় থাকলেও চুম্বনের ক্ষেত্রে তো এই ধরনের প্রতিকার নেই। সে ক্ষেত্রে প্রতিরোধের উপায় কী? মনোবিদদের মতে, এ ক্ষেত্রে সঙ্গীকে সরাসরি জিজ্ঞাসা করে নেওয়াই ভাল। সংক্রমণ হলে চিকিৎসা করার থেকে তা রুখে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement