Flaxseeds Vs Botox

রাসায়নিক দেওয়া বোটক্স না করিয়ে মুখে ফ্ল্যাক্স সিড জেল মাখছেন, তাতে আদৌ কাজ হচ্ছে কি?

নেটপ্রভাবীরা বলছেন, খরচসাপেক্ষ বোটক্সের কাজ না কি অনায়াসে করে ফেলতে পারে এই তিসি। কারণ, তিসিতে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ অনেক বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫৭
Share:

বোটক্সের বিকল্প হিসেবে তিসি কি একই রকম কাজ করতে পারে? ছবি: সংগৃহীত।

ত্বকে বা চুলে রাসায়নিকের ব্যবহার যে ভাল নয়, তা জানেন। তা সত্ত্বেও ত্বকের বয়সের ছাপ রুখতে বা চুলে নানা রকম কায়দা করতে সেই সব ‘ট্রিটমেন্ট’-এর উপর ভরসা করতে হয়। ইদানীং সমাজমাধ্যম খুললেই দেখা যাচ্ছে ফ্ল্যাক্স সিড বা তিসির জয় জয়কার। শরীর তো বটেই, ত্বক এবং চুলের জন্যেও এই বীজ নাকি যথেষ্ট উপকারী। নেটপ্রভাবীরা বলছেন, খরচসাপেক্ষ বোটক্সের কাজ নাকি অনায়াসে করে ফেলতে পারে এই তিসি। কারণ, তিসিতে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ অনেক বেশি। তা ছাড়া ত্বকের জন্য প্রয়োজনীয় প্রোটিন, কোলাজেন উৎপাদনেও সাহায্য করে এই ফ্ল্যাক্স সিড জেল।

Advertisement

তবে এই বিষয়ে কিন্তু নেটাগরিকদের সকলেই একমত নন। অনেকেই বলছেন, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই ফ্ল্যাক্স সিড। তিসিতে যে পরিমাণ ফাইবার রয়েছে, তা-ও নাকি ত্বকের জন্য ভাল। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই বীজ সহজে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের টান টান ভাব হারিয়ে যায়। সেই সমস্যাও প্রাথমিক পর্যায়ে রুখে দিতে পারে।

অন্য দলের আবার এ সম্পর্কে মত ভিন্ন। হেঁশেলে পাওয়া যায় এমন উপাদানগুলি ত্বকের ক্ষতি হয়তো করে না। কিন্তু এই সব টোটকার প্রভাব দীর্ঘমেয়াদি নয়। তিসি দিয়ে তৈরি ফেসমাস্ক মুখে মাখার পর টান টান ভাব বজায় থাকলেও পরের দিন পর্যন্ত সেই রকম প্রভাব থাকে না। তাই বোটক্স ট্রিটমেন্টের বিকল্প হতে পারে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement