Clove Water for Hair

লবঙ্গ ভেজানো জল চুলের ঠিক কী উপকার করে? কী ভাবে মাখতে হয়?

চুলের তো হাজার একটা সমস্যা। চুল পড়া, খুশকি, মাথার ত্বকের সংক্রমণ— সবই রুখে দিতে পারে। লবঙ্গের গুণে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৩:৩৯
Share:

লবঙ্গ ভিজিয়ে মাথায় মাখলে কী হবে? ছবি: সংগৃহীত।

গলা খুসখুস, সর্দিকাশি নিরাময়ে লবঙ্গ বেশ কাজের। আবার, মধ্যরাতে হঠাৎ দাঁতের যন্ত্রণা শুরু হলেও অনেকে লবঙ্গ খান। রান্নায় তো বটেই, আয়ুর্বেদেও এই মশলা ব্যবহারের চল পুরনো। লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। অনেকেই মনে করেন, এই সব উপাদান মাথার ত্বকের জন্যও ভাল।

Advertisement

চুলের তো হাজার একটা সমস্যা। চুল পড়া, খুশকি, মাথার ত্বকের সংক্রমণ— সবই রুখে দিতে পারে। পাশাপাশি মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে চুলের ফলিকলে অক্সিজেনের জোগান স্বাভাবিক থাকে। তবে লবঙ্গ বেটে বা লবঙ্গের তেল সরাসরি মাথায় মাখা যায় না। মাথার ত্বক স্পর্শকাতর হলে হিতে বিপরীত হবে। আবার কারও লবঙ্গে অ্যালার্জি থাকতে পারে। সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।

কী ভাবে লবঙ্গ ভেজানো জল চুলে মাখবেন?

Advertisement

১) একটি পাত্রে ২ কাপ জল গরম করে নিন।

২) তার মধ্যে ২ টেবিল চামচ লবঙ্গ দিয়ে দিন।

৩) পাঁচ-ছ’মিনিট ভাল করে ফুটিয়ে নিন। জলের রং বদলে যেতে শুরু করবে।

৪) এ বার ৩ থেকে ৪ ঘণ্টা ওই ভাবে রেখে দিন। চাইলে সারা রাত রেখে দিতে পারেন।

৫) জল থেকে লবঙ্গ ছেঁকে তুলে নিন। বায়ুরোধী কাচের পাত্রে ভরে রাখতে পারেন। স্প্রে বোতলেও ভরে রাখা যায় তরলটি।

৬) মাথার ত্বক পরিষ্কার করে চুলের গোড়ায় ভাল করে তা মেখে নিন।

৭) মিনিট দশেক ওই ভাবে রেখে দিন। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। আবার শ্যাম্পুও করে ফেলতে পারেন। লবঙ্গের নিজস্ব তেল রয়েছে। তাই চুল কিন্তু তেলতেলে হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement