Priyanka Chopra

দেখতে ছিমছাম, দামে নয়! প্রিয়ঙ্কার কমলা রঙের কুর্তা-পাজামার মূল্য ঠিক কত হতে পারে?

সম্প্রতি প্রিয়ঙ্কার নতুন এক সাজ প্রকাশ্যে এসেছে। কমলা রঙের কুর্তা-পাজামায় সেজেছেন তিনি। কমলা আভায় প্রিয়ঙ্কা যেন গোধূলি বেলার সূর্য। নিজেই সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১৯:৩০
Share:

প্রিয়ঙ্কার পরনে কত দামের পোশাক? ছবি: সংগৃহীত।

ভাইয়ের বাগ্‌দান, তাই সূদূর আমেরিকা থেকে মুম্বই উড়ে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা যেন একেবারে ঘরের মেয়ে! ধরা দিয়েছেন নানা সাজে। কখনও প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে ম্যাজেন্টা রঙের চোখ ধাঁধানো শাড়িতে, আবার কখনও ‘দেশি গার্ল’ প্রকাশ্যে এসেছেন ছিমছাম সাজে। প্রিয়ঙ্কার সাজগোজ বরাবরের মতো এ বারও চর্চায়। বিয়েবাড়িতে প্রিয়ঙ্কা কী পরছেন সে দিকেই তাকিয়ে যেন ক্যামেরার ফোকাস। প্রিয়ঙ্কাও সাজের ছবিতে ভরিয়ে দিয়েছেন তাঁর সমাজমাধ্যম। তুতো ভাই সিদ্ধার্থ কপূরের বিয়েতে দিদি প্রিয়ঙ্কার প্রতিটি লুক আলাদা করে নজর কেড়েছে। সম্প্রতি প্রিয়ঙ্কার নতুন এক সাজ প্রকাশ্যে এসেছে। কমলা রঙের কুর্তা-পাজামায় সেজেছেন তিনি। কমলা আভায় প্রিয়ঙ্কা যেন গোধূলি বেলার সূর্য। নিজেই সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

বুকের কাছে ঠাসা সোনালি জরির কাজ। কব্জির কাছে শেষ হয়ে যাওয়া হাতায় জরির বুনন। কুর্তার শেষপ্রান্তের ধার জুড়ে জরির লম্বা কাজ। সঙ্গে ঢিলেঢালা পায়জামা। পায়জামার ঝুলেও রয়েছে একই রকম নকশা। এমনই সাবেকি পোশাকে ভাই আর হবু ভাতৃবধূর সঙ্গে উদ্‌যাপনে মেতে উঠতে দেখে গিয়েছে প্রিয়ঙ্কাকে। হবু দম্পতির পাশে প্রিয়ঙ্কার ভারতীয় সাজ মন কেড়ে নেয়। এর আগে শাড়িতে, সালোয়ারে প্রিয়ঙ্কার নানা রূপ মন মজেছে অনেকেরই। তবে এ বার যেন প্রিয়ঙ্কা আন্তর্জাতিক স্তরের অভিনেত্রী নন, ঠিক যেন বাড়ির ছটফটে ননদ!

নায়িকার অনুরাগীরা বলেন, প্রিয়ঙ্কা যা পরেন তাতেই তিনি মোহময়ী। সে পশ্চিমি পোশাক হোক বা সাবেকি। প্রিয়ঙ্কা কী পরছেন তা নিয়ে সর্বত্রই একটা আলাদা ঔৎসুক্য থাকে। তবে নায়িকাদের পরনের পোশাকের দাম জানতেও অনেকে ভীষণই উৎসাহী। এক্ষেত্রে প্রিয়ঙ্কাও তার ব্যতিক্রম নয়। প্রিয়ঙ্কার পোশাকের দাম নিয়ে কৌতূহলী অনেকে। প্রিয়ঙ্কার এই পোশাকের দাম প্রায় ৫০ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement