Bhringaraj

চুল ঝরা, খুশকি, ডগা ফাটা, হরেক সমস্যার সমাধান লুকিয়ে ভৃঙ্গরাজে, কী ভাবে তা মাখবেন?

চুল ঝরা বন্ধ করতে নানা রকম তেল, শ্যাম্পু মেখেও কাজ হয়নি। তা হলে ব্যবহার করে দেখুন ভৃঙ্গরাজ। গুণের জন্য এই ভেষজ প্রাচীন কাল থেকেই চুলের পরিচর্যায় ব্যবহৃত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬
Share:

চুলের জন্য অত্যন্ত উপকারী ভৃঙ্গরাজ। কী ভাবে তা মাখবেন? ছবি:ফ্রিপিক।

চুল ঝরছে? ডগা ফেটে দেখতে বিশ্রী লাগছে? যে যেটা বলছে শুনে মেখেও ফেলছেন। তবে তাতে কাজ হয়নি। এটা-সেটা না মেখে ব্যবহার করে দেখতে পারেন ভৃঙ্গরাজ। গুণের জন্য ‘ভেষজের রাজা’ বলা হয় একে। আয়রন, ভিটামিন ই, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামে পূর্ণ ভৃঙ্গরাজ। ত্বকের হরেক সমস্যার সমাধান লুকিয়ে এই ভেষজেই।

Advertisement

চুলের বৃদ্ধিতে সহায়ক: চুলের গোড়া মজবুত করার জন্য, বাড়-বৃদ্ধিতে যে সময় ভিটামিন, খনিজের দরকার হয়— তার প্রায়ই সবই আছে ভৃঙ্গরাজে। ভিটামিন ই, সি, বি১, বি২, আয়রন, জ়িঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি চুলের বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করে। চুল ঝরা বন্ধ করে। ভৃঙ্গরাজে থাকে ফাইটোস্টেরল। যার মধ্যে পাওয়া যায় সিন্নামিক অ্যাসিড, পলিফেনলস। শক্তিশালী এই অ্যান্টিঅক্সিড্যান্ট চুল ঝরা রুখতে, স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এতে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে, মসৃণ এবং সুন্দর রাখতে সাহায্য করে।

খুশকি দূর করে: ভৃঙ্গরাজের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ শুধু খুশকি রোধ করে না, মাথার ত্বকে যে কোনও প্রকারের সংক্রমণ রুখে দেয়।

Advertisement

বাজারচলতি ভৃঙ্গরাজ পাউডার, তেল, শ্যাম্পু সবই পাওয়া যায়। তবে চাইলে বাড়িতেও তেল থেকে চুলে মাখার মাস্ক বানিয়ে নিতে পারেন।

তেল বানানোর উপকরণ

উপকরণ

২ কাপ ভৃঙ্গরাজ গুঁড়ো

আধ কাপ তিলের তেল

আধ কাপ নারকেল তেল

আধ কাপ কাঠাবাদামের তেল

পদ্ধতি: তিন ধরনের তেল মিশিয়ে তাতে যোগ করুন ভৃঙ্গরাজ গুঁড়ো। মিশ্রমটি কাচের শিশিতে ঢেলে রাখুন। সপ্তাহে একবার কি দু’বার তা মাখতে হবে। মাথার ত্বকে আঙুলের সাহায্যে তেল লাগিয়ে নিন। তার পর হালকা হাতে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে স্নান করে নিন। এই তেল নিয়মিত মাখলে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যেতে পারে। তাই সপ্তাহে এক বা দু’দিন ব্যবহার করাই ভাল।

মাস্ক

উপকরণ

আধ কাপ ভৃঙ্গরাজ পাতার গুঁড়ো

আধ কাপ টক দই

১ টেবিল চামচ কাঠবাদামের তেল

কয়েক ফোঁটা মধু

সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে মাথার ত্বক থেকে চুলে লাগিয়ে নিন। মিনিট ১৫-২০ মিনিট রেখে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement