Winter Coloured Hair

শখ করে রং করিয়েছেন, শীতে রঙিন চুলের যত্ন নেবেন কী ভাবে?

শীত মানেই মিঠেকড়া রোদে ঘুরে বেড়ানো। পিকনিক। হইহই। এমন মরসুমে রং করা চুলের যত্নআত্তি কী ভাবে করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৩৫
Share:

শীতে রঙিন চুলের যত্ন নেবেন কী ভাবে? ছবি:ফ্রিপিক।

শীত মানেই উৎসবের মরসুম। পিকনিক, পার্টি। সঙ্গে থাকে বিয়েবাড়ি। শীত মানেই ঘুরে বেড়ানো। শখ করে এমন সময়েই চুলে পছন্দের রং করিয়েছেন। কিন্তু সেই রং চুলে বেশি দিন রাখার উপায় কী? কী ভাবেই বা রঙিন কেশরাশি যত্নে রাখতে হবে?

Advertisement

১. শীতের মরসুমে বেড়ানো হোক বা পিকনিক, রোদের তাপে, ধুলো, ময়লায় রঙিন চুলের ক্ষতি হতে পারে। সে কারণে ব্যবহার করতে পারেন টুপি। ঠান্ডা জাঁকিয়ে পড়লে বা পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে রংবাহারি উলের টুপি বেশ মানাবে। কম ঠান্ডার জায়গায় ডেনিম বা সুতির কাপড়ের ‘ক্যাপ’ জিন্‌স, টপের সঙ্গে মানানসই লাগবে।

২. রং করা চুল দিনভর খুলে না রেখে খোলা জায়গায় ঘোরাঘুরির সময় বেঁধেও নিতে পারেন। ক্লিপ বা ববি পিন দিয়ে চুলের উপরিভাগের অংশ কায়দা করে আটকে নিলেও দেখতে ভাল লাগবে।

Advertisement

৩. ডগা ফাটার সমস্যা রয়েছে? তা হলে কিন্তু নিয়মিত সেই ফাটা চুল ছেঁটে নেওয়া জরুরি। চুল ছাঁটা আর কাটা কিন্তু এক নয়। চুলের ডগা ফেটে গেলে, সেই অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নিতে হবে।

৪. নিয়মিত শ্যাম্পু, গরম জলে স্নান শীতের মরসুমে রং করা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় চুল শুষ্ক হয়ে পড়ে। গরম জলে স্নান করলে সমস্যা আরও বাড়বে।

৫. চুলে রং বেশি দিন ধরে রাখতে হলে উপযুক্ত শ্যাম্পু বেছে নিতে হবে। রং করা চুলের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়।

৬. রঙে রাসায়নিক থাকে। তার প্রভাবে চুল অনেক সময় রুক্ষ হয়ে যায়। ফলে শ্যাম্পুর পর ভাল মানের কন্ডিশনার ব্যবহার করা জরুরি।

৭. স্নান করার পর হেয়ার ড্রায়ার বা চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই ভাল। এতে চুলের ক্ষতি হওয়ার পাশপাশি তাপে রং নষ্ট হতে পারে। স্ট্রেটনার, কার্লার ঘন ঘন ব্যবহার করলেও রং দ্রুত হালকা হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement