Home Remedies for Wrinkle

৫ ঘরোয়া উপকরণ: মাখলে ত্বকের তারুণ্য বজায় থাকবে, সহজে বলিরেখাও পড়বে না

ত্বকের ইলাস্টিসিটি বা টান টান ভাব নষ্ট হলে, চামড়া ঝুলে গেলে প্রাথমিক ভাবে ত্বকে সরু সরু ভাঁজ পড়ে। দীর্ঘ অযত্নের ফলে সেই ভাঁজ বা দাগগুলিই ক্রমশ গভীর হতে শুরু করে এবং বলিরেখার রূপ নেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫
Share:

ঘরোয়া টোটকায় বলিরেখা পড়ার গতি শ্লথ করে দেওয়া যায়। ছবি: সংগৃহীত।

মুখে বলিরেখা পড়ার নেপথ্যে বহু কারণ থাকতে পারে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ত্বকের বার্ধক্যের ছাপ পড়ার জন্য অতিবেগনি রশ্মি, দূষণের ভূমিকাও কম নয়। ধূমপান, মদ্যপানের মতো অভ্যাসও বলিরেখা পড়ার জন্য দায়ী।

Advertisement

তবে ত্বকের চিকিৎসকেরা বলছেন, বয়স বাড়লে শরীরের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদনের ক্ষমতা কমে আসে। ফলে ত্বক আর্দ্রতা হারায়, অতিরিক্ত শুষ্ক ত্বক সহজেই কুঁচকে যায়। ত্বকের ইলাস্টিসিটি বা টান টান ভাব নষ্ট হলে, চামড়া ঝুলে গেলে প্রাথমিক ভাবে ত্বকে সরু সরু ভাঁজ পড়ে। দীর্ঘ অযত্নের ফলে সেই ভাঁজ বা দাগগুলিই ক্রমশ গভীর হতে শুরু করে এবং বলিরেখার রূপ নেয়। এই সমস্যা ঠেকিয়ে রাখতে দাম দিয়ে বাজার থেকে অ্যান্টি-রিঙ্কল ক্রিম কেনেন অনেকেই। তবে রূপচর্চা শিল্পীরা বলছেন, ঘরোয়া কয়েকটি উপাদান নিয়মিত মাখলে বলিরেখা পড়ার গতি খানিকটা হলেও শ্লথ করে দেওয়া যায়। জানেন, সেগুলি কী কী?

১) অ্যালো ভেরা জেল:

Advertisement

ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে বলিরেখা দেখা দিতে পারে। এই সমস্যা নিরাময় করতে পারে অ্যালো ভেরা। এই ভেষজটি অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস। এ ছাড়াও নানা ধরনের ভিটামিন এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এই ভেষজে। রূপচর্চা শিল্পীরা নাইট মাস্ক হিসাবে অ্যালো ভেরা জেল মাখার পরামর্শ দেন।

২) অলিভ অয়েল:

অলিভ অয়েলও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এ ছাড়া ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে অলিভ অয়েলে। এই সমস্ত উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হালকা গরম অলিভ অয়েল দিয়ে মাসাজ করাই যায়। এতে ত্বকের জেল্লা যেমন বাড়ে, তেমনই বলিরেখা পড়ার প্রবণতাও কমে।

৩) টক দই, হলুদ:

ছোট একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিন। তার মধ্যে এক চিমটে গুঁড়ো হলুদ মেশান। এ বার ওই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। টক দইয়ে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড। হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এই দুইয়ের মিশ্রণ ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দেয়। বলিরেখা দূর করতেও সাহায্য করে এই টোটকা।

৪) মুলতানি মাটি:

মুখ থেকে অতিরিক্ত তেল বা সেবাম শোষণ করতে পারে মুলতানি মাটি। ওপেন পোর্‌সের সমস্যা থাকলে তা-ও নিরাময় করে। ত্বকের ইলাস্টিসিটি অর্থাৎ টান টান ভাব ধরে রাখতে পারলে সহজে বলিরেখা পড়ে না।

৫) ঘি:

ত্বকের আর্দ্রতা বজায় রাখার সবচেয়ে ভাল ঘরোয়া টোটকা হল ঘি। স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই উপাদান মুখে মেখে সারা রাত রেখে দিলে ত্বক আর্দ্র ও পেলব থাকে। সহজে বলিরেখা পড়ে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement