Body Positivity Influencer

আমেরিকার রেস্তরাঁয় গলায় খাবার আটকে পরিবারের সামনেই মৃত্যু সমাজমাধ্যম প্রভাবীর

সমাজমাধ্যমে কিলাদামেন্তে নামে পরিচিত ক্যারল। তাঁর সমস্ত ভিডিয়ো এবং ছবির মূল বক্তব্য একটিই— চেহারা যেমনই হোক, ভাল থাকার জন্য তা বাধা সৃষ্টি করতে পারে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামে ভাল থাকার মন্ত্র শেখাতেন ২৭ বছরের ক্যারোল অ্যাকোস্টা। তিনি একটি রেস্তরাঁয় পরিবারের সঙ্গে বসে খেতে খেতেই হঠাৎ মারা গেলেন।

Advertisement

নিউ ইয়র্কের একটি রেস্তরাঁয় সপরিবার নৈশভোজে গিয়েছিলেন ক্যারল। খাওয়ার সময় গলায় খাবারের টুকরো আটকে যায় তাঁর। বহু চেষ্টা করেও সেই খাবার বার করে আনা যায়নি। ওই অবস্থায় পরিবারের সামনেই দম বন্ধ হয়ে মারা যান তিনি।

সমাজমাধ্যমে কিলাদামেন্তে নামে পরিচিত ক্যারল। তাঁর সমস্ত ভিডিয়ো এবং ছবির মূল বক্তব্য একটিই— চেহারা যেমনই হোক, ভাল থাকার জন্য তা বাধা সৃষ্টি করতে পারে না। স্থূলত্ব কোনও প্রতিবন্ধকতা নয়। স্থূলত্ব নিয়েও আনন্দে জীবন উপভোগ করা যায়। চেহারা নিয়ে কত মানুষ হতাশাবোধে ভোগেন তা ক্যারলের অনুগামীর সংখ্যায় নজর দিলেই বোঝা যায়। ইনস্টাগ্রামে ৬৭ লক্ষ মানুষ ফলো করতেন ক্যারলকে।

Advertisement

দুই সন্তানের মা ক্যারল। বিবাহবিচ্ছিন্ন হওয়ার পর তাঁর পুত্রসন্তানকে নিয়ে চলে যান স্বামী। কন্যা রেইনা সঙ্গে থাকত মায়ের। অল্প বয়সেই বহু যুদ্ধ পেরিয়ে সমাজমাধ্যম প্রভাবী হিসাবে খ্যাতি পেয়েছিলেন। সমাজ মাধ্যমে অনুগামীদের সঙ্গে নিজের জীবনযুদ্ধের কথা প্রায়ই বলতেন ক্যারল।

বুধবার ক্যারলের অনুগামীদের তাঁর মৃত্যুসংবাদ জানিয়েছেন তাঁর বোন খেটিয়ান অ্যাকোস্টা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে, তোমার মতো বড় মনের মেয়েকে আমি দিদি হিসাবে পেয়েছিলাম। যেখানেই থাকো ভালে থেকো।’’ এর পরেই ক্যারলের অনুগামীদের উদ্দেশে লিখেছেন, ‘‘অনেকেই ক্যারলের কথা জানতে চেয়ে আমাদের মেসেজ করেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ক্যারল বেঁচে থাকাকালীন কত মানুষের ভালবাসা পেয়েছে বুঝে অভিভূত হচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement