টোস্টার আর কোন কোন কাজে লাগে? ছবি: সংগৃহীত।
বিয়েতে একটি টোস্টার উপহার পেয়েছেন। কিন্তু পেটের সমস্যার জন্য পাউরুটি খুব একটা খান না। তাই খবরের কাগজ দিয়ে ভাল করে মুড়িয়ে ওই যন্ত্রটি দেওয়াল আলমারির তাকেই তুলে রেখেছেন। তবে অনেকেই হয়তো জানেন না, টোস্টার শুধু পাউরুটি সেঁকার কাজেই লাগে না, তা দিয়ে হেঁশেলের ছোটখাটো অনেক কাজই সামলে নেওয়া যায়।
টোস্টার দিয়ে হেঁশেলের আর কী কী কাজ করা যায়?
১) পাঁপড় সাধারণত তেলে ভেজেই খাওয়া হয়। তবে স্বাস্থ্যসচেতনেরা পাঁপড় খান সেঁকে। গ্যাসের উপর রুটি সেঁকার জালতি বসিয়ে পাঁপড় সেঁকে নেওয়া যায় সহজেই। তবে হাতের কাছে পাউরুটি সেঁকার টোস্টার যন্ত্রটি থাকলে সে সব ঝক্কি পোহাতে হয় না। সহজেই পাঁপড় সেঁকা যায়।
২) সকালে করা রুটি রাতে খাওয়ার আগে গরম করে নেন অনেকেই। গ্যাসে গরম করতে গেলে রুটি বা পরোটা পুড়ে যেতে পারে। তখন মাইক্রোঅয়েভই ভরসা। কিন্তু যাঁদের এই যন্ত্রটি নেই, তাঁরা কী করবেন? টোস্টার থাকতে চিন্তা কী? অল্প তাপে রুটি, পরোটা, নান— সবই গরম করে নেওয়া যায়।
৩) রসুনের খোসা ছাড়াতে গিয়ে নখের দফারফা! টোস্টারের মধ্যে খোসা-সহ রসুন একটু সেঁকে নিতে পারেন। কঠিন কাজ সহজ হবে।
৪) বহু ক্ষণ আগের তৈরি করা স্যান্ডউইচ পুনরায় মচমচে করতে চাইলে টোস্টারটিকে কাজে লাগাতে পারেন। মাঝ বরাবর স্যান্ডউইচটি কেটে মিনিট পাঁচেকের জন্য সেটিকে টোস্টারে সেঁকে নিন। দিব্য লাগবে খেতে।
৫) অনলাইনে অর্ডার করা পাতলা, মুচমুচে পিৎজ়ার টুকরো একেবারে নেতিয়ে গিয়েছে? টোস্টারের সাহায্য তা পুনরায় ‘ক্রিস্পি’ করে তোলা যায় সহজেই।