Onion Water for Healthy Hair

ঝাঁঝালো গন্ধের জন্য পেঁয়াজের রস মাখতে পারেন না, চুল ঝরা রুখতে তা মাখবেন কোন উপায়ে?

ঘরোয়া টোটকা হিসাবে পেঁয়াজের রস মাখার চল বহু পুরনো। কিন্তু পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ সহ্য হয় না অনেকের। তাই খাওয়া তো দূর, মাথায় মাখতেও অনীহা বোধ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১২:১২
Share:

মাথায় মাখার জন্য পেঁয়াজের রস নয়, জলেই উপকার হবে। ছবি: সংগৃহীত।

চুল পড়া রুখতে, নতুন চুল গজাতে কিংবা মাথার ত্বকে সংক্রমণ হলে পেঁয়াজের রস মাখেন অনেকে। ঘরোয়া টোটকা হিসাবে এই সব্জির রস মাখার চল বহু পুরনো। কিন্তু পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারেন না অনেকে। তাই খাওয়া তো দূর, মাথায় মাখতেও অনীহা বোধ করেন। তবে চুলের জন্য পেঁয়াজের রস যে কত ভাল, তা-ও অস্বীকার করার উপায় নেই।

Advertisement

রূপচর্চাশিল্পীরা বলছেন, পেঁয়াজের রস সরাসরি মাথার ত্বকে মাখলে অস্বস্তি হতে পারে। কারণ, এর মধ্যে রয়েছে সালফার। কিন্তু ‘অনিয়ন ইনফিউস্‌ড ওয়াটার’ বা পেঁয়াজের জল মাখলে এই ধরনের সমস্যা হয় না। জলের সঙ্গে পেঁয়াজের রস মিশলে সালফার নামক রাসায়নিক উপাদানের কার্যক্ষমতা অনেকটাই ম্লান হয়ে যায়। ফলে অ্যালার্জি-জনিত অস্বস্তি এড়ানো সহজ হয়।

পেঁয়াজের জল মাখলে কী উপকার হবে?

Advertisement

১) পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি চুল ঝরে পড়ার পরিমাণ নিঃসন্দেহে কমায়। পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার। এই উপাদানটি কোলাজেন উৎপাদনে উদ্দীপকের মতো কাজ করে। এই কোলাজেন আসলে এক ধরনের প্রোটিন। যা নতুন চুল গজাতে সাহায্য করে।

২) মাথার ত্বকে প্রদাহজনিত কোনও সমস্যা থাকলে চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। পেঁয়াজের জল কিন্তু এই ধরনের সমস্যা নিরাময় করে।

৩) অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই পেঁয়াজের জল মাথায় মাখলে অকালপক্বতা রোধ করা যায়। চুলের ফলিকলে পুষ্টি জোগাতেও সাহায্য করে এই সালফার।

কী ভাবে পেঁয়াজের জল তৈরি করবেন?

দু’ভাবে পেঁয়াজের জল তৈরি করা যায়। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে, তা ছোট টুকরো করে কেটে নিন। তার পর ছোট একটি পাত্রে পরিমাণ মতো জল নিন। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি ভিজিয়ে দিন। সারা রাত ওই ভাবে রেখে দিন। পরের দিন জল থেকে পেঁয়াজ ছেঁকে তুলে নিন। এ বার ওই জলটি স্প্রে বোতলে ভরে নিতে পারেন। স্নান করার আগে মাথার ত্বকে ভাল করে মেখে নিন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

আবার, পেঁয়াজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার ছেঁকে তা থেকে রস বার করে নিন। যে পরিমাণ রস বেরোবে, তার সঙ্গে ঠিক সেই পরিমাণ জল মিশিয়ে নিতে হবে। এ বার ওই মিশ্রণে তুলো ভিজিয়ে নিন। স্নানের আগে মাথায় মেখে ফেলুন। একই নিয়মে আধ ঘণ্টা রেখে দিন। তার পর হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement