Silicon Patches Benefits

রাতারাতি চোখের তলায় ফোলা ভাব, ব্রণ নিরাময়ে ‘সিলিকন প্যাচ’ ব্যবহার করেন? তাতে আদৌ কাজ হয়?

প্রসাধনী জগতে নতুন একটি জিনিসের আবির্ভাব হয়েছে। দেখতে অনেকটা ব্যান্ডেডের মতো। কিন্তু নাম হল— ‘প্যাচ’। ব্রণ থেকে বলিরেখা— সবই সাময়িক ভাবে সারিয়ে তুলতে পারে এটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১০:৩৯
Share:

মুখে সিলিকন প্যাচ আটকে রাখলে চোখের তলার কালচে দাগ দূর হবে। ছবি: সংগৃহীত।

চোখের তলার কালি, ফোলা ভাব দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ‘আন্ডার আই ক্রিম’ মাখেন। তাতে কাজ হয়, তবে ধীর গতিতে। কিন্তু হাতে যদি এত সময় না থাকে, কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে যদি মুখ একেবারে ঝকঝকে করে ফেলতে হয়, তা হলে কী করবেন?

Advertisement

প্রসাধনী জগতে নতুন একটি জিনিসের আবির্ভাব হয়েছে। দেখতে অনেকটা ব্যান্ডেডের মতো। কিন্তু নাম হল— ‘প্যাচ’। এই প্যাচ সাধারণত সিলিকন দিয়ে তৈরি। ব্রণ থেকে বলিরেখা— সবই সাময়িক ভাবে সারিয়ে তুলতে পারে এটি। সমাজমাধ্যমে এই প্যাচ নিয়ে রীতিমতো ‘দাপুটে ম্যাচ’ খেলা চলছে। কিন্তু এই ধরনের প্যাচ কি সত্যিই কাজ করে?

১) নেটপ্রভাবীরা বলছেন, ত্বকে কোনও রকম ক্ষত, দাগছোপ দূর করতে সাময়িক ভাবে সাহায্য করে এই ধরনের প্যাচ।

Advertisement

২) ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্যও নানা ধরনের প্যাচ বাজারে কিনতে পাওয়া যায়।

৩) ঝুলে যাওয়া চামড়া টান টান করতে, বলিরেখা ঢাকতেও প্যাচ ব্যবহার করা যায়।

৪) ভাল মেকআপের জন্য ত্বক মসৃণ হওয়া প্রয়োজন। প্যাচ ব্যবহারে সে স্বপ্নও পূরণ হয়।

৫) ত্বকের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন উৎপাদন বাড়িয়ে তুলতেও সাহায্য করে এই ধরনের প্যাচগুলি।

এই প্যাচগুলি কি সত্যিই কাজ করে?

চিকিৎসকেরা বলছেন, ব্যান্ডেডের মতো দেখতে এই প্যাচ বা টেপগুলি মূলত ক্ষত নিরাময়ের জন্যই ব্যবহার করা হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে এই প্যাচ। তবে এ দিয়ে চোখের কালি, ফোলা ভাব বা ব্রণের বাড়বাড়ন্ত সাময়িক ভাবে দমিয়ে রাখা গেলেও পুরোপুরি সারিয়ে ফেলা যায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement