ঘরোয়া স্ক্রাবারেই ত্বক হোক উজ্জ্বল। ছবি: ফ্রিপিক।
ফেশ ওয়াশ দিয়ে মুখ ধুলে, ত্বকের উপরিভাগের ময়লা পরিষ্কার হয়। কিন্তু ত্বকে জমে থাকা তেল, মরা কোষ দূর করতে দরকার হয় এক্সফোলিয়েশন। বাইরে বেরোলে ধুলো, নোংরা ঘেমে যাওয় মুখে জমতে শুরু করে। ত্বকের উপর মৃত কোষ জমায় জেল্লাও কমে যায়। সে জন্যেই দরকার হয় স্ক্রাবার।
বাজারচলতি রকমারি স্ক্রাবার রয়েছে। কিন্তু যদি ভরসা করতে চান ঘরোয়া উপাদানে, তা হলে বেছে নিতে পারেন ফল থেকে ডাল কিংবা ওট্স। এই সমস্ত উপকরণের নিজস্ব পু্ষ্টিগুণ রয়েছে। ভিটামিন, খনিজে ভরা খেজুর, পেঁপে, ডাল দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব।
পেঁপের স্ক্রাব
পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পেঁপে। ত্বকের ভাল রাখতে সাহায্য করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। পাকা পেঁপে রূপচর্চায় ব্যবহার করতে পারেন। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে শুধু নয়, কালচে ভাব দূর করতে এটি সহায়ক।
কী ভাবে বানাবেন স্ক্রাব
২ টেবিল চামচ পাকা পেঁপের শাঁস
১ চা-চামচ চিনি
১চা-চামচ মধু
১ চা-চামচ অলিভ অয়েল
পদ্ধতি: সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে পরিষ্কার মুখে মেখে ৩০ মিনিট রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন।
খেজুর
ভিটামিন সি এবং ডি-তে ভরপুর। রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টও। ভিটামিন এবং খনিজে ভরপুর খেজুর ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।
কী ভাবে বানাবেন স্ক্রাব
৩টি খেজুর
৪ টেবিল চামচ দুধ
বীজ বার করে খেজুর দুধে ভিজিয়ে রাখতে হবে। নরম হয়ে গেলে বেটে নিতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মালিশ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার এই স্ক্রাবটি ব্যবহার করলেই পেলব হবে ত্বক।
কফি
অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কফি ত্বকের জন্য খুব ভাল। ত্বকের কালচে ভাব দূর করতেও কফি বিশেষ কার্যকর। শুধু মুখে নয়, হাত-পায়ের কালচে দাগ তুলতেও কাজ করে কফি স্ক্রাব।
কী ভাবে বানাবেন স্ক্রাব
১ টেবিল চামচ কফি
১ টেবিল চামচ চিনি
২ টেবিল চামচ অলিভ অয়েল
সমস্ত উপকরণ মিশিয়ে নিন। ধীরে ধীরে চিনি একটু গলে যাবে। তার পর মুখে মিশ্রণটি লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। বিশেষত যাঁদের ত্বক খুব শুষ্ক, তাঁদের জন্য স্ক্রাবটি উপকারী।