Bizarre

অন্তর্বাস না পরেই বিয়ার-হুইস্কি দেন, তরুণীকে দেখতে ভিড় জমে পানশালায়

কাজ করতে আসার সময়ে অন্তর্বাসই পরতে ভুলে গিয়েছেন তরুণী। আপতত তরুণীর সেই কাণ্ড দেখে হইচই নেটমাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ১৫:৩২
Share:

সকলে পানশালায় এসে ইউলিয়ার খোঁজ করেন। প্রতীকী ছবি।

পানশালায় কর্মরত এক তরুণীর কাণ্ড দেখে হতবাক সকলে। কাজ করতে এসেছেন, অথচ অন্তর্বাসই পরতে ভুলে গিয়েছেন তিনি। আপতত তরুণীর সেই কাণ্ড দেখেই হইচই নেটমাধ্যমে।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে এসে আমেরিকার পানশালায় কর্মরত ইউলিয়া জানালেন নিজের অভিজ্ঞতার কথা। ভিডিয়োতে তিনি বলেন, ‘‘অল্পবয়সি কোনও যুবক পানশালায় এলে হাঁ করে আমার স্তনের দিকে তাকিয়ে থাকেন, আমি অন্তর্বাস পরি না বলে। তবে তাতে আমার আপত্তি নেই, আমার ভালই লাগে। আমি আমেরিকার একমাত্র পানশালায় কর্মরত কর্মী যে অন্তর্বাস পরি না। এ নিয়ে চারদিকে চর্চা কম হয় না। আমি মনে করি, আমার শরীর। আমি ঠিক করব কী পরব আর কী পরব না।’’

Advertisement

নিজের পানশালায় বেশ পরিচিত মুখ ইউলিয়া। সকলে পানশালায় এসে ইউলিয়ার খোঁজ করেন বলে বেশ খুশি তিনি। বলেন, ‘‘পানশালায় আসা অনেকেই আমার কাজে খুশি হয়ে মোটা অঙ্কের বকশিসও দেন।’’

সমাজমাধ্যমে মহিলার এই ভিডিয়ো ছড়িয়ে পড়া মাত্র চারদিকে শুরু হয় ব্যাপক চর্চা। এক জন ভিডিয়োর নীচে লেখেন, ‘‘আপনি কোন পানশালায় কাজ করেন, জানতে পারি কি?’’ আর এক জন লিখেছেন, ‘‘পানশালার গ্রাহকদের কী সৌভাগ্য!’’ আর এক জন লিখেছেন, ‘‘যদিও আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তবুও সেই সুন্দর দৃশ্য দেখার জন্য আবার মদ খাওয়া শুরু করতে পারি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement