সইফ আলি খান। —ফাইল চিত্র।
অবশেষে গ্রেফতার সইফ আলি খানের হামলাকারী। মুম্বই পুলিশের দাবি, রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে ওই ব্যক্তিই অভিনেতার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ছ’টি জখম নিয়ে সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তার পর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনিতল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের ৩০টি দল।
এই অভিযানে যুক্ত মুম্বই পুলিশের ডিসিপি পদমর্যাদার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।
প্রাথমিক জেরায় ওই ব্যক্তি নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে।
গত বৃহস্পতিবার সইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির মুখ। সে দিনই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। তার পর এক কাঠমিস্ত্রিকে আটক করা হয়। শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে এক জনকে এবং ছত্তীসগঢ় দুর্গ থেকে আর এক জনকেও আটক করা হয়।