Viral News

বিয়ে ছেড়ে ‘ইয়েতে’ মন কনের! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কটাক্ষের ঝড়

সম্প্রতি দক্ষিণ ভারতের এক কনের কীর্তি দেখে হইচই পড়েছে নেটমাধ্যমে। বিয়ের দিনে বরের দিকে মন নেই কনের, কিসে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ১৩:১৩
Share:

বিয়েতে কেন মন নেই কনের? ছবি: ইনস্টাগ্রাম।

ভারতের বিভিন্ন প্রদেশে বিয়ের নিয়মবিধি বিভিন্ন রকম। তবে সব প্রদেশের বিয়েতে একটা সাদৃশ্য দেখা যায় বটে। সেটি হল, কনের লাজুক লাজুক ভাব। সমাজমাধ্যমে এখন অবশ্য কনেদের নানা রকম কীর্তি ভাইরাল হচ্ছে। সম্প্রতি এমনই দক্ষিণ ভারতীয় এক কনের কীর্তি দেখে হইচই পড়েছে নেটমাধ্যমে। বিয়ের দিনে বরের দিকে মন নেই কনের, ফোনেই ব্যস্ত তিনি।

Advertisement

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, বিয়েতে এতটুকুও মন নেই কনের। বরকে ছেড়ে বিয়ের আসরে ফোন নিয়েই ঘাঁটাঘাঁটি করছেন তিনি। পরনে গোলাপি পোশাক, গলায় ফুলের মালা, প্রচুর গয়নাগাটি। যখন তাঁর বর আত্মীয়-পরিজনের সঙ্গে আলাপচারিতা করতে ব্যস্ত, তখনই অন্য দুনিয়ায় মশগুল তিনি। কখনও ফোনে টুকটাক টাইপিং, কখনও আবার ফোনে কথা বলতেই ব্যস্ত তিনি। আত্মীয়রা কনের কাছে ছবি তোলার অনুরোধ জানালে সটান মানা করে দিচ্ছেন। অগত্যা বরমশাই একা একাই কাঁচুমাচু মুখে আত্মীয়দের সঙ্গে ছবি তুলে নিলেন।

সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বরের করুণ অবস্থা দেখে বেজায় দুঃখ পেয়েছেন অনেকে। কেউ কেউ আবার কনের উপর বেজায় চটেছেন। এক জন লিখেছেন, ‘‘বরকে ছেড়ে আর সব দিকে মন আছে মহিলার!’’ আর এক জন লিখেছেন, ‘‘বরের জন্য দুঃখ হচ্ছে। তিনি হয়তো ভাবছেন, বিয়ের দিনেই এই অবস্থা, বাকি জীবনটা কী যে হবে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement