Crime

অপমানের বদলা নিতে সৎপৌত্রকে কুয়োয় ফেলে খুন করলেন ঠাকুমা

কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বছরের এক শিশুর দেহ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ঠাকুমাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

রাঁচী শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৬
Share:

—প্রতীকী চিত্র।

অপমানের বদলা নিয়ে ‘সবক’ শেখাতে সৎপ্রৌত্রকে খুন করলেন ঠাকুমা। এই অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বছরের এক শিশুর দেহ। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ঠাকুমাকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কয়েক জন সহপাঠীর সঙ্গে গত বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিল শিশুটি। পরে বাকিরা বাড়ি ফিরলেও ওই শিশুটি ফেরেনি। তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। গ্রামের একটি কুয়োর কাছে তাঁরা শিশুটির জুতো দেখতে পান।

তার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। শিশুটির গলার সঙ্গে দু’টি ইট বাঁধা ছিল। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে যে, এই ঘটনায় পরিবারের সদস্যেরাই যুক্ত। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়েই শিশুটির ঠাকুমার ভূমিকা ঘিরে সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের মনে।

Advertisement

ঠাকুমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে অবশেষে ভাঙেন তিনি। খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। জেরায় শিশুটির ঠাকুমা জানিয়েছেন, তাঁর সৎপুত্র এবং পুত্রবধূ অপমান করতেন। সেই কারণেই রাগে শিশুটিকে খুন করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement