Kartik Aaryan

অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়েছেন কার্তিক আরিয়ান! এক দশক পর পেলেন ডিগ্রি

দিল্লি ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করে নেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:২৯
Share:

২০১১ সালে লব রঞ্জনের ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’ দিয়ে বলিউডে পা রাখেন কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

গত বছর মুক্তি পেয়েছে তাঁর দু’টি ছবি— ‘চন্দু চ্যাম্পিয়ন’ আর ‘ভুলভুলাইয়া ৩’। দু’টিই মোটামুটি সফল। ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য প্রশংসিতও হয়েছে কার্তিক আরিয়ানের অভিনয়। আর নতুন বছর পড়তে না পড়তেই ‘চ্যাম্পিয়ন’-এর মুকুটে যোগ হল নতুন পালক।

Advertisement

এক দশকেরও বেশি সময় গড়িয়ে গিয়েছে, বলিউডে নিজের জমি শক্ত করেছেন কার্তিক। কিন্তু তাঁর অধ্যবসায় যে শুধু অভিনয়েই নয়, তা এ বার প্রমাণ করে দিলেন তিনি। দিল্লি ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করে নেন অভিনেতা। সেখানেই তাঁকে শংসাপত্র গ্রহণ করতে দেখা গিয়েছে। ওই ভিডিয়োর পাশাপাশি কার্তিক লিখেছেন, “পিছনের সারিতে বসা থেকে সমাবর্তন মঞ্চ উঠে আসা— কী অদ্ভুত সফর! ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় আমাকে দিয়েছে অজস্র স্মৃতি, স্বপ্ন আর অবশেষ আমার ডিগ্রি (মাত্র এক দশক সময় নিয়েছি)।” তিনি ধন্যবাদ জানিয়েছেন, তাঁর শিক্ষকদের, আর তরুণ প্রজন্মকে।

কার্তিকের ভাগ করে নেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কলেজে অভিনেতা আসছেন বলে উত্তেজিত নতুন প্রজন্মের পড়ুয়ারা। কার্তিকের জন্য একটি বিশেষ জার্সি তৈরি করা হয়েছিল। সেটি পরেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। ‘ভুলভুলাইয়া’র গানে নাচের বিশেষ অনুষ্ঠান করেন বর্তমান ছাত্রছাত্রীরা।

Advertisement

গোটা কলেজ ঘুরে দেখেন কার্তিক। কথা বলেন শিক্ষকদের সঙ্গে। ২০১১ সালে লব রঞ্জনের ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’ দিয়ে বলিউডে পা রাখেন কার্তিক। সে সময়ই তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তার পর থেকে তিনি পুরোদস্তুর অভিনেতা। পড়াশোনায় মন দিতে পারেননি। কিন্তু হাল যে ছাড়েননি, তার প্রমাণ মিলল ২০২৫ সালে এসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement