Viral Video

সমুদ্রে স্নান করতে গিয়ে বিপদ! মডেলের পা জড়িয়ে ধরল অক্টোপাস, তার পর…

সমুদ্রে স্নান করতে নেমেই বিপদ হয় তাঁর। একটি অক্টোপাস পা জড়িয়ে ধরে ফেডেরিকোর। অনেক চেষ্টা করেও ফেডেরিকো তা ছাড়াতে পারেন না। সমুদ্র থেকে উঠে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:২৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছুটি কাটাতে সমুদ্রে গিয়েছিলেন তরুণ মডেল। সাঁতার কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে চাইছিলেন তিনি। কিন্তু তখনই ঘটল বিপদ। সমুদ্রের তলা থেকে কে যেন তরুণের পা টেনে ধরল। চমকে উঠে পা তুলে ফেললেন তরুণ। লক্ষ করলেন, তাঁর পা থেকে একটি অক্টোপাস ঝুলছে। তরুণের পা জড়িয়ে রয়েছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

তরুণের নাম ফেডেরিকো কোলা। ইটালির বাসিন্দা তিনি। মডেলিংজগতের সঙ্গে যুক্ত রয়েছেন ফেডেরিকো। ছুটি কাটাতে পূর্ব আফ্রিকার সেশেল দ্বীপে গিয়েছিলেন তিনি। সেখানে সমুদ্রে স্নান করতে নেমেই বিপদ হয় তাঁর। একটি অক্টোপাস পা জড়িয়ে ধরে ফেডেরিকোর। অনেক চেষ্টা করেও ফেডেরিকো তা ছাড়াতে পারেন না।

সমুদ্র থেকে উঠে পড়েন তিনি। ফেডেরিকোর দুই তালুতে বিশ্রাম করতে দেখা যায় অক্টোপাসটিকে। সমুদ্রের জলে অক্টোপাসটিকে ছেড়ে দিলেও সে ফেডেরিকোর কাছছাড়া হতে চায় না। হাত বেয়ে সে তরুণ মডেলের পিঠের উপর উঠে পড়ে। এই ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ মজা করে ফেডেরিকোকে উদ্দেশে লিখেছেন, ‘‘অক্টোপাসটি মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছিল। তাই ছেড়ে যেতে চায়নি।’’ আবার এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘তোমার সাহস রয়েছে বলতে হবে। আমি ওই জায়গায় থাকলে ভয়েই মারা যেতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement